ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকেই উজ্জ্বল ডি মারিয়া

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫
  • 415

স্পোর্টস ডেস্ক
825
অভিষেকেই উজ্জ্বল নৈপুণ্য দেখালেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি মওসুমের শুরুতে ৪৪.৩ মিলিয়ন পাউন্ডে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন তিনি। ফরাসি লীগ ওয়ানে ২০১৫-১৬ মওসুমে প্রথম তিন ম্যাচে সুযোগ পাননি তিনি। কিন্তু পিএসজির চতুর্থ ম্যাচে নয়া ক্লাবে নিজের অভিষেক ম্যাচে ঝলক দেখালেন আর্জেন্টিনার এ ফরোয়ার্ড। বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে মোনাকোকে। আর এ ম্যাচে ৬৬ মিনিটে লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া। ম্যাচের ৮৩ মিনিটে এজেকুয়েল লাভেজ্জির গোলে দারুণ পাসটি দেন ডি মারিয়া। এর আগে ৫৭ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন উরুগুইয়ার স্ট্রাইকার এডিনসন কাভানি। এতে চলতি মওসুমে ৪ ম্যাচের পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ফরসি লীগ ওয়ানের শীর্ষে পিএসজি। আর ৪ ম্যাচে এক জয়দুই হার ও এক ড্রতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে মোনাকো।

ট্যাগস :

অভিষেকেই উজ্জ্বল ডি মারিয়া

আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫

স্পোর্টস ডেস্ক
825
অভিষেকেই উজ্জ্বল নৈপুণ্য দেখালেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি মওসুমের শুরুতে ৪৪.৩ মিলিয়ন পাউন্ডে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন তিনি। ফরাসি লীগ ওয়ানে ২০১৫-১৬ মওসুমে প্রথম তিন ম্যাচে সুযোগ পাননি তিনি। কিন্তু পিএসজির চতুর্থ ম্যাচে নয়া ক্লাবে নিজের অভিষেক ম্যাচে ঝলক দেখালেন আর্জেন্টিনার এ ফরোয়ার্ড। বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে মোনাকোকে। আর এ ম্যাচে ৬৬ মিনিটে লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া। ম্যাচের ৮৩ মিনিটে এজেকুয়েল লাভেজ্জির গোলে দারুণ পাসটি দেন ডি মারিয়া। এর আগে ৫৭ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন উরুগুইয়ার স্ট্রাইকার এডিনসন কাভানি। এতে চলতি মওসুমে ৪ ম্যাচের পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ফরসি লীগ ওয়ানের শীর্ষে পিএসজি। আর ৪ ম্যাচে এক জয়দুই হার ও এক ড্রতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে মোনাকো।