নিজস্ব প্রতিবেদক: চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আন্দোলনকারীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আরো বলেন, ‘আদালতের রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই এ রায়ে জনগণ কেন ভোগান্তিতে পড়বে? আপনারা আপনাদের অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করুন।’
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ আহ্বান জানান।
বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন এবং ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সারাদেশে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া সাভারে ট্রাকচাপায় এক নারীকে হত্যার দায়ে চালক মীর হোসেন মিরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।