ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অর্জুনকে বিয়ে করছেন না ‍সুজান

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • 291

1434
বলিউডে অনেকের ধারণা হৃত্বিক রোশনের ১৩ বছরের বিবাহিত জীবন ভেঙে যায় সুজানের অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই। সম্প্রতি এক ক্যাফেতে অর্জুন রামপাল এবং সুজানকে একসঙ্গে দেখাও যায় এবং এই দুইজন বিয়ে করছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সমস্ত জল্পনাকে নস্যাৎ করে সুজান দাবি করেছেন অর্জুনকে বিয়ে তিনি করছেন না।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমে একটি খবর ছড়ায় দুই সন্তানের মা সুজান খুব শীঘ্রই হৃত্বিকের এক ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করতে চলেছেন। তারপরই মুম্বাইয়ের এক কফিশপে অর্জুন-সুজানকে একসঙ্গে দেখা যায়। তবে এসমস্ত কিছুকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সুজান। তাঁর দাবি কয়েকজন বিনা কারণে গুজব ছড়াতে , এগুলো তারই ফসল।

সংবাদমাধ্যমকে এধরণের খবর ছড়ানোর জন্য দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন সুজান। তিনি আরও বলেন, মিথ্যে গুজব যখন লোকের মুখে ছড়ায় তখন সেই ব্যক্তির সঙ্গে যুক্ত পরিবার ও বন্ধু-বান্ধবরাও এধরণের খবরে আঘাত পান। কিছু মিথ্যা খবর রটানোর আগে এটা সকলেরই মাথায় থাকা উচিত্, সেই খবরে কেউ যেন আঘাত না পান। নিজেকে একজন গর্বিত ‘সিঙ্গল মাদার’ হিসেবেও আখ্যা দিয়েছেন সুজান। অর্জুন-মেহেরেরও দুটি কন্যা সন্তান রয়েছে। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে এমন খবরে একাধিকবার চটেছেন অর্জুনও।

ট্যাগস :

অর্জুনকে বিয়ে করছেন না ‍সুজান

আপডেট সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫

1434
বলিউডে অনেকের ধারণা হৃত্বিক রোশনের ১৩ বছরের বিবাহিত জীবন ভেঙে যায় সুজানের অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই। সম্প্রতি এক ক্যাফেতে অর্জুন রামপাল এবং সুজানকে একসঙ্গে দেখাও যায় এবং এই দুইজন বিয়ে করছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সমস্ত জল্পনাকে নস্যাৎ করে সুজান দাবি করেছেন অর্জুনকে বিয়ে তিনি করছেন না।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমে একটি খবর ছড়ায় দুই সন্তানের মা সুজান খুব শীঘ্রই হৃত্বিকের এক ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করতে চলেছেন। তারপরই মুম্বাইয়ের এক কফিশপে অর্জুন-সুজানকে একসঙ্গে দেখা যায়। তবে এসমস্ত কিছুকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সুজান। তাঁর দাবি কয়েকজন বিনা কারণে গুজব ছড়াতে , এগুলো তারই ফসল।

সংবাদমাধ্যমকে এধরণের খবর ছড়ানোর জন্য দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন সুজান। তিনি আরও বলেন, মিথ্যে গুজব যখন লোকের মুখে ছড়ায় তখন সেই ব্যক্তির সঙ্গে যুক্ত পরিবার ও বন্ধু-বান্ধবরাও এধরণের খবরে আঘাত পান। কিছু মিথ্যা খবর রটানোর আগে এটা সকলেরই মাথায় থাকা উচিত্, সেই খবরে কেউ যেন আঘাত না পান। নিজেকে একজন গর্বিত ‘সিঙ্গল মাদার’ হিসেবেও আখ্যা দিয়েছেন সুজান। অর্জুন-মেহেরেরও দুটি কন্যা সন্তান রয়েছে। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যাচ্ছে এমন খবরে একাধিকবার চটেছেন অর্জুনও।