ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল বাসায় ফিরবেন রিয়াজ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫
  • 311

2014
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর আগামীকাল শনিবার বাসায় ফিরবেন চিত্রনায়ক রিয়াজ। তবে তাকে ছয়মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। নিয়ম মেনে চলাচল করতে হবে। এখন তার শারিরীক অবস্থার যথেস্ট উন্নতি হয়েছে, এমনটাই জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রিয়াজের রক্তচাপ নিয়ে আমরা একটু শংকিত ছিলাম। তবে এখন সবকিছু স্থিতিশীল আছে। আশা করছি শনিবার দুপুরে তিনি বাসায় যেতে পারবেন। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উত্তরার হৈচৈ শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। এ সময় সেখানে আরও ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, নির্মাতা মেহের আফরোজ শাওনসহ অনেকেই। তখন রিয়াজকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রিয়াজকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তাঁর হৃৎপি-ে একটি রিং লাগানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল বাসায় ফিরবেন রিয়াজ

আপডেট সময় : ০৮:১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫

2014
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর আগামীকাল শনিবার বাসায় ফিরবেন চিত্রনায়ক রিয়াজ। তবে তাকে ছয়মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। নিয়ম মেনে চলাচল করতে হবে। এখন তার শারিরীক অবস্থার যথেস্ট উন্নতি হয়েছে, এমনটাই জানিয়েছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রিয়াজের রক্তচাপ নিয়ে আমরা একটু শংকিত ছিলাম। তবে এখন সবকিছু স্থিতিশীল আছে। আশা করছি শনিবার দুপুরে তিনি বাসায় যেতে পারবেন। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উত্তরার হৈচৈ শুটিংবাড়িতে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। এ সময় সেখানে আরও ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, নির্মাতা মেহের আফরোজ শাওনসহ অনেকেই। তখন রিয়াজকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রিয়াজকে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তাঁর হৃৎপি-ে একটি রিং লাগানো হয়েছে।