ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী কমিশনের ওপরই গণতন্ত্রের ভবিষ্যৎ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • 482


ঢাকা : আগামী নির্বাচন কমিশনের ওপর বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, সার্চ কমিটির সর্বোচ্চ প্রজ্ঞার পরিচয় দেয়া উচিত। বুধবার দুপুরে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন বিশিষ্ট চার নাগরিক। সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া অপর তিনজন হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

নির্বাচন কমিশন গঠনে জনমত গঠন হতে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে মাহফুজ আনাম বলেন, এখনও বিতর্কের সময় আসেনি। তবে নাম নির্বাচনের পরপরই জনসম্মুখে ঘোষণা করা উচিত, যা গতবার করা হয়েছিল। কমিটির প্রতি আস্থা রেখে তিনি আরও বলেন, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সার্চ কমিটি নাম প্রস্তাব করবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, ঐতিহাসিক কারণেই আগামী নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব অনেক বেশি। কমিশন কীভাবে তার দায়িত্ব পালন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে তারও পরামর্শ দেয়া হয়েছে বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে।

ট্যাগস :

আগামী কমিশনের ওপরই গণতন্ত্রের ভবিষ্যৎ

আপডেট সময় : ০৯:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭


ঢাকা : আগামী নির্বাচন কমিশনের ওপর বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, সার্চ কমিটির সর্বোচ্চ প্রজ্ঞার পরিচয় দেয়া উচিত। বুধবার দুপুরে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন বিশিষ্ট চার নাগরিক। সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া অপর তিনজন হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

নির্বাচন কমিশন গঠনে জনমত গঠন হতে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে মাহফুজ আনাম বলেন, এখনও বিতর্কের সময় আসেনি। তবে নাম নির্বাচনের পরপরই জনসম্মুখে ঘোষণা করা উচিত, যা গতবার করা হয়েছিল। কমিটির প্রতি আস্থা রেখে তিনি আরও বলেন, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সার্চ কমিটি নাম প্রস্তাব করবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, ঐতিহাসিক কারণেই আগামী নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব অনেক বেশি। কমিশন কীভাবে তার দায়িত্ব পালন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে তারও পরামর্শ দেয়া হয়েছে বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে।