আজ তিশার জন্মদিন
বিনোদন ডেস্ক: দেশিয় শোবিজে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রীর নাম নুসরাত ইমরোজ তিশা। আজ ২০ ফেব্রুয়ারি সোমবার তিশার জন্মদিন। ১৯৮৩ইং সালের আজকের এই দিনে রাজশাহী নগরীতে জন্ম গ্রহণ করেন তিশা।
১৯৯৫ইং সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ টেলিভিশনের মাধ্যমেই। পরবর্তীতে ২০০৩ইং সাল থেকে মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করতে থাকেন তিনি।
বর্তমানে চলচ্চিত্র ও টিভি নাটকে একসঙ্গে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিশা। বর্তমানে তিনি দেশের প্রথম সারির একজন টিভি অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিয়মিত হয়েছেন তিনি। থার্ড পারসন সিঙ্গুলার নম্বর থেকে গত বছর মুক্তি পাওয়া মেন্টাল ও অস্তিত্ব নামের বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র সফলতা অর্জন করেছে।
স্ত্রী তিশার জন্মদিনে স্বামী ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন তিশা। আমি তোমার মতো বিনয়ী, যত্নশীল মানুষ হতে চাই। আমার জীবনে সবচেয়ে বড় বিষয় হলো তোমাকে জানা। এই অল্প সময়ে আমাকে সহ্য করার জন্য তোমাকে ধন্যবাদ।’
ইচ্ছে থাকার পরেও আজকের দিনটিতে ছুটি কাটাতে পারছেন না তিশা। আজ এই অভিনেত্রীর জন্মদিন বলে ইচ্ছে ছিল নিজের মতো করে সময়টা কাটাতে। কিন্তু সবমিলিয়ে একটি ভালো স্ক্রিপ্টের নাটকের সিডিউল দেয়া হয়ে যায় আজকের দিনটিতেই। তাই জন্মদিনটি তিশার কাটবে আজ কালিয়াকৈর জমিদার বাড়িতে।