ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমার গলায় দড়ি দিয়ে মরা উচিৎ

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • 321

814
শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, যে জয় বাংলা শ্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে শ্লোগানের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। ছাত্রলীগের এই আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ। যে ছাত্ররা এই হামলা চালিয়েছে তারা যদি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তাহলে এর শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। রোববার আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। জাফর ইকবাল বলেন, আমি সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ নিচ্ছি না। কিন্তু আন্দোলনকারীদের প্রতি আমার সমর্থন রয়েছে। তারা যে কারণে আন্দোলন করছেন আমি তা ১০০ ভাগ সমর্থন করি। এই ভিসি আসার দুমাস পর আমি কাজ করা বন্ধ করে দিয়েছি। কারণ আমি দেখেছি উনি মিথ্যা কথা বলেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তার সাথে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।

ট্যাগস :

আমার গলায় দড়ি দিয়ে মরা উচিৎ

আপডেট সময় : ১১:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫

814
শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, যে জয় বাংলা শ্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে শ্লোগানের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। ছাত্রলীগের এই আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ। যে ছাত্ররা এই হামলা চালিয়েছে তারা যদি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তাহলে এর শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। রোববার আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। জাফর ইকবাল বলেন, আমি সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ নিচ্ছি না। কিন্তু আন্দোলনকারীদের প্রতি আমার সমর্থন রয়েছে। তারা যে কারণে আন্দোলন করছেন আমি তা ১০০ ভাগ সমর্থন করি। এই ভিসি আসার দুমাস পর আমি কাজ করা বন্ধ করে দিয়েছি। কারণ আমি দেখেছি উনি মিথ্যা কথা বলেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তার সাথে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।