ইফতেখার হোসেন সুমন ‘বাংলা স্টেটমেন্ট ডট কম’ এর দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি নিযুক্ত।
বাংলা স্টেটমেন্ট ডট কম: ব্রিটেন থেকে সর্বাধিক প্রচারিত জনপ্রিয় অনলাইন বাংলা পত্রিকা ‘বাংলা স্টেটমেন্ট ডট কম’ এর প্রতিনিধি (দক্ষিণ সুরমা উপজেলা) নিয়োগ বিজ্ঞাপ্তির মাধ্যমে নির্বাচিত করে সিলেট জেলা দক্ষিণ সুরমা উপজেলার তরুণ সংগঠক ইফতেখার হোসেন সুমন কে দায়িত্ব প্রদান করেছেন নিউজ পোর্টালের সম্পাদক তোফায়েল আহমদ খান সায়েক।
দায়িত্বভার গ্রহনের প্রাক্কালে ‘বাংলা স্টেটমেন্ট ডট কম’ এর প্রতিনিধি ইফতেখার হোসেন সুমন বলেন, ”আমাকে নিউজ পোর্টালে প্রতিনিধি (দক্ষিণ সুরমা উপজেলায়) নির্বাচিত করায় পোর্টালের চেয়ারম্যান, সম্পাদক মন্ডলী সভাপতি ও সম্পাদক সহ সকল পরিচালকের প্রতি আমি চির কৃতজ্ঞ। পাশাপাশি আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া, সহযোগিতা, সর্বদা পরামর্শ কামনা করছি।