নিউজ ডেস্ক:: আওয়ামী লীগের সাবেক নেতা ও বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘ইলিয়াস আলীও ছাত্রলীগের রাজনীতি করতেন। এমসি কলেজে থাকাকালে তিনি আমার অধীনে রাজনীতি করতেন। তিনি ঢাকায় গিয়ে ছাত্রদলে যোগ দেন।’বুধবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে নিজের বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইলিয়াস আলী বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ‘নিখোঁজ’ রয়েছেন। সুলতান মনসুর ছাত্রবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
সুলতান মনসুর আরো বলেন, ‘সিলেটের মানুষ কোনোদিন মাথা নত করে হাঁটে না, মাথা উঁচু করে হাঁটে।’‘যতো দিন বাঁচবো, জনগণের দাবিতে থাকবো’ মন্তব্য করে সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের সাথে থাকার ঘোষণা দেন।