ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইশারায় ভিডিও গেম

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
  • 476

1201
কোনও বাটন নেই, নেই জয়স্টিকস বা গ্লোভসও তারপরও হচ্ছে সবকিছু। কম্পিউটারে গেমস খেলাদের জন্য সুখবর! এই গেমস বাজারে এনেছে নিম্বল। এর মাধ্যমে বাটন, জয়স্টিকস বা গ্লোভস ছাড়াই শুধু আঙুলের ইশারায় গেমপোকারা খেলতে পারবেন পছন্দের গেমটি।
নতুন আবিষ্কার হওয়া ডিভাইসটি কাজ করবে জাদুর মতো। ভাবুন, আপনি বাটন ক্লিক করছেন না অথচ ভিডিও গেমে মনিটরে আপনি যা করতে চাচ্ছেন তা হচ্ছে শুধু হাতের আঙুলের ইশারায়। এ জন্য আপনার আঙুলে পরে নিতে হবে গেস্টার কন্ট্রোল ডিভাইস। এর মাধ্যমে আপনি কোনও বাটন ছাড়াই সহজে খেলতে পারবেন পছন্দের গেম। আপনার আঙুলের ছাপ যুক্ত থাকলে যেকোনও জায়গায় বা স্থানে আপনি গেম খেলতে পারবেন।
নিম্বল নামে গেস্টার কন্ট্রোল সিস্টেমটি আবিষ্কার করেছেন ভারতের তিন শিক্ষার্থী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এই তরুণ আবিষ্কারকদের নাম— বিবেক কুমার, হরশিত শ্রীবাস্তব ও অভিষেক শর্মা।
নিজেদের আবিষ্কারের বিষয়ে বিবেক বলেন, ‘আমরা সবাই গেম খেলতে পছন্দ করতাম। এটাই আমাদের তিনজনকে একত্র করতে সহায়তা করেছে। আমরা মনে করেছি, গেমের জন্য একটা নতুন ডিভাইস দরকার। যার মাধ্যমে বাটন ছাড়াই শুধু আঙুলের সাহায্যে যেখানে খুশি সেখানে বসে গেম খেলা যায়। শেষ অবধি আমরা আমাদের চিন্তাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছি।’

ট্যাগস :

ইশারায় ভিডিও গেম

আপডেট সময় : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫

1201
কোনও বাটন নেই, নেই জয়স্টিকস বা গ্লোভসও তারপরও হচ্ছে সবকিছু। কম্পিউটারে গেমস খেলাদের জন্য সুখবর! এই গেমস বাজারে এনেছে নিম্বল। এর মাধ্যমে বাটন, জয়স্টিকস বা গ্লোভস ছাড়াই শুধু আঙুলের ইশারায় গেমপোকারা খেলতে পারবেন পছন্দের গেমটি।
নতুন আবিষ্কার হওয়া ডিভাইসটি কাজ করবে জাদুর মতো। ভাবুন, আপনি বাটন ক্লিক করছেন না অথচ ভিডিও গেমে মনিটরে আপনি যা করতে চাচ্ছেন তা হচ্ছে শুধু হাতের আঙুলের ইশারায়। এ জন্য আপনার আঙুলে পরে নিতে হবে গেস্টার কন্ট্রোল ডিভাইস। এর মাধ্যমে আপনি কোনও বাটন ছাড়াই সহজে খেলতে পারবেন পছন্দের গেম। আপনার আঙুলের ছাপ যুক্ত থাকলে যেকোনও জায়গায় বা স্থানে আপনি গেম খেলতে পারবেন।
নিম্বল নামে গেস্টার কন্ট্রোল সিস্টেমটি আবিষ্কার করেছেন ভারতের তিন শিক্ষার্থী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এই তরুণ আবিষ্কারকদের নাম— বিবেক কুমার, হরশিত শ্রীবাস্তব ও অভিষেক শর্মা।
নিজেদের আবিষ্কারের বিষয়ে বিবেক বলেন, ‘আমরা সবাই গেম খেলতে পছন্দ করতাম। এটাই আমাদের তিনজনকে একত্র করতে সহায়তা করেছে। আমরা মনে করেছি, গেমের জন্য একটা নতুন ডিভাইস দরকার। যার মাধ্যমে বাটন ছাড়াই শুধু আঙুলের সাহায্যে যেখানে খুশি সেখানে বসে গেম খেলা যায়। শেষ অবধি আমরা আমাদের চিন্তাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছি।’