স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সাংগঠনিক ভাবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ শক্তিশালী হলেও অস্তিত্ব সঙ্কটে পড়েছে নারায়ণগঞ্জ যুবলীগ। জেলা যুবলীগের সক্রীয় নেতারা এখন জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটিতে স্থান পাওয়ায় নেতৃত্ব শূণ্য হয়ে পড়েছে আওয়ামীলীগের সহযোগী এই সংগঠনটি। অপর দিকে শহর যুবলীগের শীর্ষ নেতারা উত্তর-দক্ষিণ মেরুর বিভাজনে পৃথক ভাবে দলীয় কর্মসূচী পালন করছে।
যুবলীগ সূত্র জানিয়েছে, সম্প্রতি জেলা আওয়ামীলীগের আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এড. আবু হাসনাত শহিল বাদল। যিনি জেলা যুবলীগেরও সাধারণ সম্পাদক হিসেবে এখনো দায়িত্বে রয়েছেন। এছাড়া জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের রাজনীতির মাঠে নেই বললেই চলে। বিগত কয়েক বছরে তাকে কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। এদিকে জেলা যুবলীগের সক্রিয় নেতা শাহ নিজাম ও জাকিরুল আলম হেলালের মত অনেক নেতাই এখন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাই দিন দিন নেতৃত্বশূণ্য হয়ে পড়ছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ। জেলা যুবলীগের মত শহর যুবলীগও নিক্রিয় হয়ে পড়েছে। কবে নাগাদ শহর কমিটি থেকে মহানগর যুবলীগের কমিটি গঠন হবে তা এখন অনিশ্চিত। তবে কেন্দ্র থেকে তা অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে।
যুবলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানান, জেলা যুবলীগ নেতৃত্ব শূন্য হয়ে পরায় সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এই সহযোগী সংগঠনটি। যার প্রভাব পড়ছে থানা পর্যায়ের কমিটিতেও। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি ছাড়া অন্য কোন নেতা সক্রিয় নন। যদিও মতিউর রহমান মতি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তিনি এখন রাজনীতির মাঠে সক্রিয় নন।
অপরদিকে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সাধারণ সম্পাদক ফাইজুল ও দপ্তর সম্পাদক শেখ মো: ইদ্রিস আলী ছাড়া সক্রিয় ভাবে মাঠে কাজ করছেন না অন্যরা। ফতুল্লা থানা যুবলীগের কমিটিতে অনেক নেতাই দীর্ঘদিন ধরে শুধু মাত্র পদবহন করে রাজনীতি থেকে দূরে রয়েছেন। আবার অনেকে রাজনীতির পরিচয় ব্যবহার করে আঙ্গল ফুলে কলা গাছ বনে গেছেন।
এছাড়াও জেলা যুবলীগ নেতৃত্ব শূণ্য হয়ে পড়ায় বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ থানা যুবলীগের অস্তিত্ব সঙ্কটে পড়েছে। নারায়ণগঞ্জ যুবলীগের অস্তিত্ব রক্ষার্থে জেলা ও মহানগরসহ থানা পর্যায়ের কমিটিকে পুন:গঠনের দাবী জানিয়েছে যুবলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। নতুন নেতৃত্বির মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ-সংগঠনগুলো আরো শক্তিশালী হবে বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদের জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে অচিরেই জেলা যুবলীগের কমিটি ঘোষনা দেওয়া হবে। জেলা যুবলীগ বিগত দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ যুবলীগের অনেক ভূমিকা রয়েছে। বিশেষ করে শহর যুবলীগের সভাপতি সাজনু ও সাধারণ সম্পাদক উজ্জল। তবে আমাদের মধ্যে কিছুটা সমস্যা ছিল বলেই আমরা সকল থানা কমিটি গঠন করতে পারিনি। যারা যুবলীগ থেকে আওয়ামীলীগের দায়িত্ব পেয়েছেন তাদের উচিত যুবলীগ থেকে পদত্যাগ করা।
সংবাদ শিরোনাম ::
উত্তর-দক্ষিণ মেরুর বিভাজনে অস্তিত্ব সংকটে নারায়ণগঞ্জ যুবলীগ
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
- 814
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ