ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এইচপি ল্যাপটপে স্টুডেন্ট অফার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫
  • 545

স্টাফ রিপোর্টার,

Print
Print

এইচপি ১৪-জি১০৩এইউ মডেলের ল্যাপটপে স্টুডেন্ট অফার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস। ২৬ হাজার টাকার পরিবর্তে ল্যাপটপটির দাম ২৪ হাজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।

এতে বলঅ হয়েছে, এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ মডেলের প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ দশমিক ১ ইঞ্ছি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়েবক্যাম, ওয়াইফাই এবং এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড। অফারটি সম্পর্কে বিস্তারিত: www.facebook.com/SmartTechnologiesBD ঠিকানায়।

ট্যাগস :

এইচপি ল্যাপটপে স্টুডেন্ট অফার

আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০১৫

স্টাফ রিপোর্টার,

Print
Print

এইচপি ১৪-জি১০৩এইউ মডেলের ল্যাপটপে স্টুডেন্ট অফার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস। ২৬ হাজার টাকার পরিবর্তে ল্যাপটপটির দাম ২৪ হাজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।

এতে বলঅ হয়েছে, এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ মডেলের প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ দশমিক ১ ইঞ্ছি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়েবক্যাম, ওয়াইফাই এবং এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড। অফারটি সম্পর্কে বিস্তারিত: www.facebook.com/SmartTechnologiesBD ঠিকানায়।