ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একঝাঁক নতুন তারকা নিয়ে ‘চটপটি’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • 315

বিনোদন ডেস্ক:: সম্প্রতি তারেক মাহমুদ পরিচালিত চলচ্চিত্র ‘চটপটি’তে জুটিঁ বেধে অভিনয় করলেন চিত্রনায়ক রাশেদ মোর্শেদ ও নাবাগত নায়িকা স্বপ্ন নুপুর। এতে আরেক জুটি হিসাবে থাকছেন আর জে নিরব ও জারা। তারেক মাহমুদের নির্মিত ছবি ‘চটপটি’র মাধ্যমেই বড় পর্দায় আসেন নায়িকা স্বপ্ন নুপুর। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ সবই তারেক মাহমুদের।

তিনি বলেন, ‘ছবিটি অনেকটা গান নির্ভর। গানের মানুষদের জীবন কাহিনী নিয়ে মুলত ছবিটি নির্মিত। এছাড়া এতে একঝাঁক নতুন তারকা অভিনয় করছেন। ছবির শুটিং প্রায় শেষ করে এনেছি কিছু কাজ বাকি আছে। আশা করছি সবার দোয়ায় খুব তাড়াতাড়ি শেষ করে সেন্সরে দিবো।’

স্বপ্ন নুপুর বলেন, ‘সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে। আমি একটি বেসরকারি ফার্মে চাকরি করি। রাশেদ আমার নায়ক ও ছবিতে একজন গায়ক চরিত্রে অভিনয় করেন। আমাকে খুব ভালোবাসে। আর ভালোবাসা পাওয়ার জন্য একজন প্রেমিক যা করে ও তাই করে। এমকি আমাকে নিয়ে একটা গানও তৈরি করে সে।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এখন ‘চটপটি’ ছাড়াও আরো দুটি ছবিতে অভিনয় করছি। ছবি দুটির নাম বীরঙ্গনা ও সেন্টমার্টিন।’

চটপটি ছবিটিতে নৃত্য পরিচালক হিসেবে আছেন মাইকল বাবু ও রতন। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন শিমুল খান, দৃশিকা, রিমু, রাশমি এলিন, আফফান মিতুল, শাকিলা শিমু, রফিকুল্লাহ, লিজা খানম, আরিফ মাহমুদ তমাল, মৌরি, গাজী ফারুক, শিখা কর্মকার, রাজেশ, এহসান, মালেক সাগর, পীযূষ দ্রাবিড়সহ অনেকেই।

ট্যাগস :

একঝাঁক নতুন তারকা নিয়ে ‘চটপটি’

আপডেট সময় : ০১:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭

বিনোদন ডেস্ক:: সম্প্রতি তারেক মাহমুদ পরিচালিত চলচ্চিত্র ‘চটপটি’তে জুটিঁ বেধে অভিনয় করলেন চিত্রনায়ক রাশেদ মোর্শেদ ও নাবাগত নায়িকা স্বপ্ন নুপুর। এতে আরেক জুটি হিসাবে থাকছেন আর জে নিরব ও জারা। তারেক মাহমুদের নির্মিত ছবি ‘চটপটি’র মাধ্যমেই বড় পর্দায় আসেন নায়িকা স্বপ্ন নুপুর। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ সবই তারেক মাহমুদের।

তিনি বলেন, ‘ছবিটি অনেকটা গান নির্ভর। গানের মানুষদের জীবন কাহিনী নিয়ে মুলত ছবিটি নির্মিত। এছাড়া এতে একঝাঁক নতুন তারকা অভিনয় করছেন। ছবির শুটিং প্রায় শেষ করে এনেছি কিছু কাজ বাকি আছে। আশা করছি সবার দোয়ায় খুব তাড়াতাড়ি শেষ করে সেন্সরে দিবো।’

স্বপ্ন নুপুর বলেন, ‘সিনেমাটির গল্প আমার ভালো লেগেছে। আমি একটি বেসরকারি ফার্মে চাকরি করি। রাশেদ আমার নায়ক ও ছবিতে একজন গায়ক চরিত্রে অভিনয় করেন। আমাকে খুব ভালোবাসে। আর ভালোবাসা পাওয়ার জন্য একজন প্রেমিক যা করে ও তাই করে। এমকি আমাকে নিয়ে একটা গানও তৈরি করে সে।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এখন ‘চটপটি’ ছাড়াও আরো দুটি ছবিতে অভিনয় করছি। ছবি দুটির নাম বীরঙ্গনা ও সেন্টমার্টিন।’

চটপটি ছবিটিতে নৃত্য পরিচালক হিসেবে আছেন মাইকল বাবু ও রতন। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন শিমুল খান, দৃশিকা, রিমু, রাশমি এলিন, আফফান মিতুল, শাকিলা শিমু, রফিকুল্লাহ, লিজা খানম, আরিফ মাহমুদ তমাল, মৌরি, গাজী ফারুক, শিখা কর্মকার, রাজেশ, এহসান, মালেক সাগর, পীযূষ দ্রাবিড়সহ অনেকেই।