ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

একফ্রেমে সেই মৌসুমী, ওমর সানী ও শাবনুর

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • 535

বিনোদন ডেস্ক:: বাংলা চলচ্চিত্রে চার উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ, মৌসুমী, ওমর সানী, শাবনুর। সালমান-শাবনূর আর মৌসুমী-ওমর সানী জুটির কোন মুক্তি পেলে ভক্ত-সমর্থক গোষ্ঠীর মাঝে যুদ্ধের দামামা বেজে যেত।

”দোলা” চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি এবং মৌসুমীর পরিচয়। পরবর্তীতে ভাললাগা পরিণয়-সংসারে গড়ায়। এই দম্পত্তির দুটি সন্তান, পুত্র ফারদিন এবং কন্যা ফাইজা।

অন্যদিকে শাবনুরের শুরুটা ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে। এরপর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক বাংলা সিনেমায় যুক্ত করেছেন সুজন সখী, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক’র মতো বহু কালজয়ী নাম।

তবে সময়, আর বয়সে এই তারকারা এখন আগের তারুণ্যে না থাকলেও কাজের ব্যস্ততায় এখনও ছুটে চলেছেন। সেদিক থেকে শাবনুর কিছুটা পিছিয়ে, সংসার নিয়েই তার ভাবনা। অবশ্য শোবিজে ফেরার ইঙ্গিতও তিনি দিয়েছে।

গতকাল এই জনপ্রিয় তিন তারকা একত্রিত হলেন একটি বিয়ের অনুষ্ঠানে। যেন সোনায়-সোহাগা অবস্থা।

ওমর সানী বলেন, “জিয়া কোনাল” এর বিয়েতে হাজির হলাম আমি মৌসুমী আর শাবনুর। আমার সামনে ছিলেন ৯০ দশকের মৌসুমী আর শাবনুর। ফিরে গেলাম স্মৃতিতে। সামনে একটা কাজের জন্য প্ল্যান করছি। সাথে অবশ্যই থাকবে মৌসুমী ও শাবনুর।’

স্মৃতিচারণ, আড্ডাবাজি আর ভালবাসা-পূর্ণ সম্পর্কে তাদের সময়টুকু হারিয়ে গেল। তবে তা ধারণ করলেন নায়ক ওমর সানী। আর তা প্রকাশ করলেন ভক্তদের উদ্দেশ্যে।

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

একফ্রেমে সেই মৌসুমী, ওমর সানী ও শাবনুর

আপডেট সময় : ১২:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭

বিনোদন ডেস্ক:: বাংলা চলচ্চিত্রে চার উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ, মৌসুমী, ওমর সানী, শাবনুর। সালমান-শাবনূর আর মৌসুমী-ওমর সানী জুটির কোন মুক্তি পেলে ভক্ত-সমর্থক গোষ্ঠীর মাঝে যুদ্ধের দামামা বেজে যেত।

”দোলা” চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি এবং মৌসুমীর পরিচয়। পরবর্তীতে ভাললাগা পরিণয়-সংসারে গড়ায়। এই দম্পত্তির দুটি সন্তান, পুত্র ফারদিন এবং কন্যা ফাইজা।

অন্যদিকে শাবনুরের শুরুটা ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে। এরপর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক বাংলা সিনেমায় যুক্ত করেছেন সুজন সখী, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক’র মতো বহু কালজয়ী নাম।

তবে সময়, আর বয়সে এই তারকারা এখন আগের তারুণ্যে না থাকলেও কাজের ব্যস্ততায় এখনও ছুটে চলেছেন। সেদিক থেকে শাবনুর কিছুটা পিছিয়ে, সংসার নিয়েই তার ভাবনা। অবশ্য শোবিজে ফেরার ইঙ্গিতও তিনি দিয়েছে।

গতকাল এই জনপ্রিয় তিন তারকা একত্রিত হলেন একটি বিয়ের অনুষ্ঠানে। যেন সোনায়-সোহাগা অবস্থা।

ওমর সানী বলেন, “জিয়া কোনাল” এর বিয়েতে হাজির হলাম আমি মৌসুমী আর শাবনুর। আমার সামনে ছিলেন ৯০ দশকের মৌসুমী আর শাবনুর। ফিরে গেলাম স্মৃতিতে। সামনে একটা কাজের জন্য প্ল্যান করছি। সাথে অবশ্যই থাকবে মৌসুমী ও শাবনুর।’

স্মৃতিচারণ, আড্ডাবাজি আর ভালবাসা-পূর্ণ সম্পর্কে তাদের সময়টুকু হারিয়ে গেল। তবে তা ধারণ করলেন নায়ক ওমর সানী। আর তা প্রকাশ করলেন ভক্তদের উদ্দেশ্যে।