ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এফবিসিসিআই নির্বাচন ৪৫ দিন পেছাল, শিগগিরই আসছে নতুন তফসিল

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ৪৫ দিন পেছানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড পুনঃতফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করবে। নির্বাচন বোর্ড জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৮ জুন পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। তবে সময়সীমা বৃদ্ধির ফলে সেই তারিখ পরিবর্তিত হবে।

এফবিসিসিআই নির্বাচনে দেশের বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশন ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। নির্বাচনের মধ্য দিয়ে দুই বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব নির্ধারণ করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এফবিসিসিআই নির্বাচন ৪৫ দিন পেছাল, শিগগিরই আসছে নতুন তফসিল

আপডেট সময় : ০৬:৪৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ৪৫ দিন পেছানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুযায়ী, এফবিসিসিআই নির্বাচন বোর্ড পুনঃতফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করবে। নির্বাচন বোর্ড জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৮ জুন পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। তখন নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল ৭ সেপ্টেম্বর। তবে সময়সীমা বৃদ্ধির ফলে সেই তারিখ পরিবর্তিত হবে।

এফবিসিসিআই নির্বাচনে দেশের বিভিন্ন চেম্বার, অ্যাসোসিয়েশন ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে থাকেন। নির্বাচনের মধ্য দিয়ে দুই বছরের জন্য সংগঠনটির নেতৃত্ব নির্ধারণ করা হয়।