ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাজারে আইফোন পিস্তল!

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • 500


এবার বাজারে আইফোন পিস্তল!দেখলে মনে হবে আইফোন। কেউ ভাবতেও পারবে না এর মধ্যে লুকানো আছে ভয়ঙ্কর এক অস্ত্র। যা হচ্ছে পিস্তল। যুক্তরাষ্ট্রের তৈরি ৯ মিমি দুই ব্যারেলের এই অস্ত্রটি এখন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইউরোপে। আশঙ্কা করা হচ্ছে এটি ছড়িয়ে পড়ার।
এর নাম হচ্ছে ‘আইফোন গান’। যুক্তরাষ্ট্রের মিনেসোটাভিত্তিক আইডিয়াল কনসেল এর নির্মাতা। ইতিমধ্যে এই গানের জন্য ১২ হাজার অর্ডার পেয়েছে তারা। এর দামও বেশি নয়। আইফোনের দামের থেকে অর্ধেক।
এবার বাজারে আইফোন পিস্তল!গানটি আইফোনের মতো দেখতে হলেও একটি বাটনে চাপ দিলে তা অস্ত্রে রূপ নেয়। এটি এমন অস্ত্র, চোখে দেখলে মোবাইল ফোনের সঙ্গে পার্থক্য করা সম্ভব নয়। তাই এটা যে কোনোভাবে নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে যেতে পারে।
এদিকে বেলজিয়াম পুলিশের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, এখন পর্যন্ত সেখানে এ ধরনের কোনো অস্ত্র যায়নি। তবে এ বিষয়ে তারা বেশ সতর্ক আছে।

ট্যাগস :

এবার বাজারে আইফোন পিস্তল!

আপডেট সময় : ০৬:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭


এবার বাজারে আইফোন পিস্তল!দেখলে মনে হবে আইফোন। কেউ ভাবতেও পারবে না এর মধ্যে লুকানো আছে ভয়ঙ্কর এক অস্ত্র। যা হচ্ছে পিস্তল। যুক্তরাষ্ট্রের তৈরি ৯ মিমি দুই ব্যারেলের এই অস্ত্রটি এখন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ইউরোপে। আশঙ্কা করা হচ্ছে এটি ছড়িয়ে পড়ার।
এর নাম হচ্ছে ‘আইফোন গান’। যুক্তরাষ্ট্রের মিনেসোটাভিত্তিক আইডিয়াল কনসেল এর নির্মাতা। ইতিমধ্যে এই গানের জন্য ১২ হাজার অর্ডার পেয়েছে তারা। এর দামও বেশি নয়। আইফোনের দামের থেকে অর্ধেক।
এবার বাজারে আইফোন পিস্তল!গানটি আইফোনের মতো দেখতে হলেও একটি বাটনে চাপ দিলে তা অস্ত্রে রূপ নেয়। এটি এমন অস্ত্র, চোখে দেখলে মোবাইল ফোনের সঙ্গে পার্থক্য করা সম্ভব নয়। তাই এটা যে কোনোভাবে নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে যেতে পারে।
এদিকে বেলজিয়াম পুলিশের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, এখন পর্যন্ত সেখানে এ ধরনের কোনো অস্ত্র যায়নি। তবে এ বিষয়ে তারা বেশ সতর্ক আছে।