ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাল্যবন্ধুর জন্য শফিক তুহিন

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • 302

এবার বাল্যবন্ধুর জন্য শফিক তুহিন

বিনোদন রিপোর্ট
দুই বাল্যবন্ধু আজমীর নেসার ও শফিক তুহিন
প্রচণ্ড পিচ্ছিল এই সংগীতাঙ্গনে সঠিকভাবে পা ফেলার জন্য বরাবরই নতুনদের পাশে দাঁড়ান গীতিকবি-সুরকার-কণ্ঠশিল্পী শফিক তুহিন।

তার কথা, সুর কিংবা সহশিল্পী হিসেবে এই পথে পা বাড়িয়েছেন অন্তত এক ডজন কণ্ঠশিল্পী। সেই ধারাবাহিকতায় এবারও একজন সম্ভাবনাময় নতুন কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটলো। যদিও শফিক তুহিনের ভাষ্যে, এবারের প্রজেক্ট নতুন কোনও শিল্পীকে পথ দেখানোর জন্য করিনি। কাজটি করেছি আমার শৈশবের স্মৃতিবিজড়িত এক বন্ধুর জন্য। যার নাম আজমীর নেসার।
শফিক তুহিনের কথা-সুরে নেসার কণ্ঠে তুলেছেন ‘মন’ শিরোনামের একটি গান। আর গানটির ব্যয়বহুল ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আর মডেল হয়েছেন মিতি ও সাইফ।
শফিক তুহিন বলেন, ‘আমার বাল্যবন্ধু বলে বলছি না, আজমীর নেসারের গানের কণ্ঠ শ্রোতারা পছন্দ করবেনই। ভিডিওটিও উপভোগ্য হয়েছে। সব মিলিয়ে বন্ধুর জন্য শুভকামনা থাকলো।’
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে (১৩ ফেব্রুয়ারি) ‘মন’ গানটির ভিডিওটি প্রকাশ পেয়েছে শফিক তুহিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ট্যাগস :

এবার বাল্যবন্ধুর জন্য শফিক তুহিন

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭

এবার বাল্যবন্ধুর জন্য শফিক তুহিন

বিনোদন রিপোর্ট
দুই বাল্যবন্ধু আজমীর নেসার ও শফিক তুহিন
প্রচণ্ড পিচ্ছিল এই সংগীতাঙ্গনে সঠিকভাবে পা ফেলার জন্য বরাবরই নতুনদের পাশে দাঁড়ান গীতিকবি-সুরকার-কণ্ঠশিল্পী শফিক তুহিন।

তার কথা, সুর কিংবা সহশিল্পী হিসেবে এই পথে পা বাড়িয়েছেন অন্তত এক ডজন কণ্ঠশিল্পী। সেই ধারাবাহিকতায় এবারও একজন সম্ভাবনাময় নতুন কণ্ঠশিল্পীর আবির্ভাব ঘটলো। যদিও শফিক তুহিনের ভাষ্যে, এবারের প্রজেক্ট নতুন কোনও শিল্পীকে পথ দেখানোর জন্য করিনি। কাজটি করেছি আমার শৈশবের স্মৃতিবিজড়িত এক বন্ধুর জন্য। যার নাম আজমীর নেসার।
শফিক তুহিনের কথা-সুরে নেসার কণ্ঠে তুলেছেন ‘মন’ শিরোনামের একটি গান। আর গানটির ব্যয়বহুল ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আর মডেল হয়েছেন মিতি ও সাইফ।
শফিক তুহিন বলেন, ‘আমার বাল্যবন্ধু বলে বলছি না, আজমীর নেসারের গানের কণ্ঠ শ্রোতারা পছন্দ করবেনই। ভিডিওটিও উপভোগ্য হয়েছে। সব মিলিয়ে বন্ধুর জন্য শুভকামনা থাকলো।’
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে (১৩ ফেব্রুয়ারি) ‘মন’ গানটির ভিডিওটি প্রকাশ পেয়েছে শফিক তুহিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।