দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে গত দুই দিন ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ওই চারটি বিভাগের সঙ্গে এবার আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছি সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ভারী বর্ষণের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) ও বুধবার (৯ জুলাই) সকালেও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয় আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম। তবে নদীর পানি কমলেও ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যানচলাচল। দুর্যোগে আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজারের বেশি মানুষ।