আব্দুস সালাম জুনেদ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়ার পিতা এডভোকেট আলহাজ্ব আব্দুল হাই চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি……..রাজিউন)। আজ বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর ঝেরঝেরী পাড়াস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র ও ৫ কন্যা, নাতী-নাতনী’সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পুত্র এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
মরহুম আব্দুল হাই চৌধুরী’র জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ জুহর সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর নয়াসড়ক মানিক পীর (র.) কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।