বিনোদন প্রতিনিধি,
‘শূন্য’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় নায়ক-নায়িকা ওমর সানি ও রেসী। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবিটি নির্মিত হবে নতুন প্রযোজনা সংস্থা জোহা ফিল্মসের ব্যানারে। সাইদুর রহমান প্রযোজিত এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সানজিদা তন্ময়, নবাগতা তোরাজ খান, সুব্রত, রেবেকা, আফজাল শরীফসহ অনেকেই। নতুন পরিচালক বন্ধন বিশ্বাসের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে নির্মিতব্য ‘শূন্য’ ছবির শুটিং শুরু হবে অক্টোবর থেকে। ওমর সানি ও রেসী এই ছবিতে প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করবেন। এর আগে তারা একসঙ্গে কাজ করলেও এটি হবে তাদের জুটির প্রথম ছবি। এছাড়াও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সরকারি অনুদানে নির্মীয়মাণ ‘লাল সবুজের সুর’ ছবিতেও ওমর সানি ও রেসীর একসঙ্গে কাজ করার কথা রয়েছে।
সংবাদ শিরোনাম ::
ওমর সানি-রেসীর ‘শূন্য’
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
- 391
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ