ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কস্তার শাস্তি চান ওয়েঙ্গার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • 328

1254
চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার বিরুদ্ধে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তদন্ত চাইছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হার দেখে আর্সেনাল। ওই ম্যাচে দুই লাল কার্ডে ৯ জন নিয়ে খেলা শেষ করে কোচ ওয়েঙ্গারের দল। আর প্রথমার্ধের শেষ মিনিটে আর্সেনাল প্রথম লালকার্ড দেখে দিয়েগা কস্তারই ঘটনায়। মাঠে কস্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল। তবে তার আগে আর্সেনালের ফারসি তারকা কোসিয়েলনিকে টানা তিনবার কনুই মেরেও বেঁচে যান কস্তা। আর্সেনাল কোচ ওয়েঙ্গার বলেন, তার (কস্তা) এমন ঘটনা নতুন নয়। মাঠে যা খুশি করতে পারে সে। আর তার ঘটনার জেরে লাল দেখে মাঠ ছাড়তে হয় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের। এর প্রতিকার না হলে আমি নিশ্চিত সামনের সপ্তাহে খেলার মাঠে সে ফের এমনটি ঘটাবে।

ট্যাগস :

কস্তার শাস্তি চান ওয়েঙ্গার

আপডেট সময় : ০৯:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫

1254
চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার বিরুদ্ধে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) তদন্ত চাইছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির কাছে ২-০ গোলে হার দেখে আর্সেনাল। ওই ম্যাচে দুই লাল কার্ডে ৯ জন নিয়ে খেলা শেষ করে কোচ ওয়েঙ্গারের দল। আর প্রথমার্ধের শেষ মিনিটে আর্সেনাল প্রথম লালকার্ড দেখে দিয়েগা কস্তারই ঘটনায়। মাঠে কস্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল। তবে তার আগে আর্সেনালের ফারসি তারকা কোসিয়েলনিকে টানা তিনবার কনুই মেরেও বেঁচে যান কস্তা। আর্সেনাল কোচ ওয়েঙ্গার বলেন, তার (কস্তা) এমন ঘটনা নতুন নয়। মাঠে যা খুশি করতে পারে সে। আর তার ঘটনার জেরে লাল দেখে মাঠ ছাড়তে হয় প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের। এর প্রতিকার না হলে আমি নিশ্চিত সামনের সপ্তাহে খেলার মাঠে সে ফের এমনটি ঘটাবে।