ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কারিনার সঙ্গে প্রতিযোগিতায় আলিয়া!

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
  • 353

1351
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অনেক বড় ভক্ত আলিয়া ভাট। প্রায়ই তিনি নিজেকে কারিনার সঙ্গে তুলনা করেন। কিন্তু আলিয়া বলছেন, কারিনার সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই।

অভিষেক চৌবেসের পরিচালনায় ‘উড়তা পাঞ্জাব’ ছবিটিতে একসঙ্গে কাজ করছেন আলিভা ভাট ও কারিনা কাপুর।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা সম্পর্কে আলিয়া বলেছেন, সত্যি করে বলছি, আমি কখনো কারিনার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করিনি। কেননা, এটি আমার জন্য বোকামি হবে।তার অভিনয়ের ধাঁচ, তারকাখ্যাতি ও মেধা সবই আলাদা ধরণের।

তিনি আরো বলেন, আমি এখনো শিখছি। আর এখানে আমি একেবারেই নতুন বলা যায়।কারিনার সঙ্গে একই ছবিতে কাজ করতে পারছি এটি আমার কাছে অনেক বড় কিছু।

আলিয়া বলেন, ছবিতে প্রত্যেকটি চরিত্র আলাদা। সবচেয়ে বড় কথা, নিজের চরিত্র পুরোপুরি ফুটিয়ে তোলাই আসল কাজ। আমি নিশ্চিত যে, কারিনা আমার চেয়ে অনেক বেশি ভাল কাজ করেছেন। আমি এটা আমার হৃদয় থেকেই বলছি। খবর: ওয়ান ইন্ডিয়া।

ট্যাগস :

কারিনার সঙ্গে প্রতিযোগিতায় আলিয়া!

আপডেট সময় : ১১:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫

1351
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অনেক বড় ভক্ত আলিয়া ভাট। প্রায়ই তিনি নিজেকে কারিনার সঙ্গে তুলনা করেন। কিন্তু আলিয়া বলছেন, কারিনার সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই।

অভিষেক চৌবেসের পরিচালনায় ‘উড়তা পাঞ্জাব’ ছবিটিতে একসঙ্গে কাজ করছেন আলিভা ভাট ও কারিনা কাপুর।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা সম্পর্কে আলিয়া বলেছেন, সত্যি করে বলছি, আমি কখনো কারিনার সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করিনি। কেননা, এটি আমার জন্য বোকামি হবে।তার অভিনয়ের ধাঁচ, তারকাখ্যাতি ও মেধা সবই আলাদা ধরণের।

তিনি আরো বলেন, আমি এখনো শিখছি। আর এখানে আমি একেবারেই নতুন বলা যায়।কারিনার সঙ্গে একই ছবিতে কাজ করতে পারছি এটি আমার কাছে অনেক বড় কিছু।

আলিয়া বলেন, ছবিতে প্রত্যেকটি চরিত্র আলাদা। সবচেয়ে বড় কথা, নিজের চরিত্র পুরোপুরি ফুটিয়ে তোলাই আসল কাজ। আমি নিশ্চিত যে, কারিনা আমার চেয়ে অনেক বেশি ভাল কাজ করেছেন। আমি এটা আমার হৃদয় থেকেই বলছি। খবর: ওয়ান ইন্ডিয়া।