ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বিএনপিতে এখন আর গ্রুপিং নেই: সাক্কু

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 343


কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিএনপিতে অতীতে গ্রুপিং থাকলেও এখন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক)সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।তিনি বলেন, ‘খালেদা জিয়া গ্রুপিং মিটিয়ে দিয়েছেন। কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমরা সব সময় এক সঙ্গে থাকবো।’ মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি এবার কুসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু বলেন, ‘গতবার বিএনপি কুসিক নির্বাচনে আসেনি বলে দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছি, কারণ জনগণের সঙ্গে আমাকে থাকতে হবে। এবার দল আমাকে মনোনয়ন দিয়েছে, তাই আমি দলের প্রতি কৃতজ্ঞ।’

এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া আঞ্জুম সুলতানা সীমা সম্পর্কে তিনি বলেন,‘তাকে আমি ছোট বোনের মতো দেখি। তিনি আমার পরিষদে কাউন্সিলর ছিলেন। সীমা সিটি করপোরেশনে কম আসতেন,তবে মিটিংয়ে আসতেন। তিনি অনেক ভদ্র মেয়ে।’

কুমিল্লার স্থানীয় আওয়ামী লীগের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘এমপি সাহেব একটি দল করেন আর আমি আরেকটি দল করি। শুধু সিটি করপোরেশনের উন্নয়নে স্বার্থে তার সঙ্গে মিলেছি। কারণ তিনি মন্ত্রণালয়ে গিয়ে অভিযোগ করলে আমার কাজ আটকে যাবে।’

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

ট্যাগস :

কুমিল্লা বিএনপিতে এখন আর গ্রুপিং নেই: সাক্কু

আপডেট সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭


কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিএনপিতে অতীতে গ্রুপিং থাকলেও এখন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক)সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।তিনি বলেন, ‘খালেদা জিয়া গ্রুপিং মিটিয়ে দিয়েছেন। কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমরা সব সময় এক সঙ্গে থাকবো।’ মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি এবার কুসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু বলেন, ‘গতবার বিএনপি কুসিক নির্বাচনে আসেনি বলে দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছি, কারণ জনগণের সঙ্গে আমাকে থাকতে হবে। এবার দল আমাকে মনোনয়ন দিয়েছে, তাই আমি দলের প্রতি কৃতজ্ঞ।’

এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া আঞ্জুম সুলতানা সীমা সম্পর্কে তিনি বলেন,‘তাকে আমি ছোট বোনের মতো দেখি। তিনি আমার পরিষদে কাউন্সিলর ছিলেন। সীমা সিটি করপোরেশনে কম আসতেন,তবে মিটিংয়ে আসতেন। তিনি অনেক ভদ্র মেয়ে।’

কুমিল্লার স্থানীয় আওয়ামী লীগের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘এমপি সাহেব একটি দল করেন আর আমি আরেকটি দল করি। শুধু সিটি করপোরেশনের উন্নয়নে স্বার্থে তার সঙ্গে মিলেছি। কারণ তিনি মন্ত্রণালয়ে গিয়ে অভিযোগ করলে আমার কাজ আটকে যাবে।’

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।