হাসান আল সাকিব,স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির পরিচালক শাহাদাৎ হোসেন মুন্নার জন্মবার্ষিকী আজ।
তিনি ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজি আব্দুল ওহাব মৃধা ও মাতা মরহুম হুনুফা বেগমের সন্তান। সাত ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ।
১৯৭৫ সালের এই দিনে তিনি এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শাহাদাৎ হোসেন মুন্না মাদারীপুর ও বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির রাজশাহী জেলার সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিবাহিত জীবনে তিনি দুই ছেলের বাবা।
এই গুনী ব্যাক্তির জন্মদিনে “বাংলা স্টেটমেন্ট ” এর পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।।