মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন একজন অসহায় মা।
স্বামী হারিয়েছেন অনেক আগে, পৃথিবীতে আপন বলতে একমাত্র মেয়ে Sadia Afreen Mala ব্যতীত আর কেউ নেই।
যন্ত্রণাদায়ক পীড়া সহ্য করতে না পেরে মেয়ের দিকে ফ্যাল ফ্যাল করে থাকিয়ে জানাচ্ছেন বাঁচার আকুতি।
কিন্তু অসহায় মেয়ে আর্থিক সমস্যার কারণে সঠিকভাবে মায়ের চিকিৎসা চালিয়ে যেতে পারছেনা।
তাই মা’র চিকিৎসার জন্য Sadia Afreen Mala সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। তাঁর বিশ্বাস আমরা তাঁকে আর্থিক সহযোগীতা ও দোয়া করলে তাঁর মা সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন।
তাই আসুন আমরা একজন অসহায় মা’কে বাঁচানোর জন্য প্রত্যেকে তৌফিক অনুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দেই। পাশাপাশি লেখাটি শেয়ার করে অন্যকে জানিয়ে দেই।
বিঃদ্রঃ সার্বিক যোগাযোগ Sadia Afreen Mala প্রত্যেকের কাছে আহবান, মেয়েটির টাইমলাইন একবার ঘুরে আসুন। +881679687076, +8801950116124 এবং +8801792627020. (বিকাশ পার্সোনাল)