ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

ক্লাস-ভর্তি চালিয়ে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
  • 343

1406
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষকদের স্বার্থ দেখছে। শিক্ষকদের অসন্তোষ বা উত্তেজনা থাকার কোনো কারণ নেই। নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন, ভর্তি পরীক্ষা চালিয়ে যাবেন- অনুরোধ জানাই।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেতন ও পদমর্যাদা নিয়ে শিক্ষকদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সম্মানজনক সমাধান হবে, আশা করছি। এ বিষয়ে সরকারও আন্তরিক।’

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। মেডিকেলে ভর্তি কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।’

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে- এমন অভিযোগ এনে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদার সঙ্গে নির্ধারিত বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে।

এ সংক্রান্ত দাবি দাওয়া পূরণের লক্ষে গত ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেয়া হয়েছে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

ক্লাস-ভর্তি চালিয়ে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫

1406
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষকদের স্বার্থ দেখছে। শিক্ষকদের অসন্তোষ বা উত্তেজনা থাকার কোনো কারণ নেই। নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন, ভর্তি পরীক্ষা চালিয়ে যাবেন- অনুরোধ জানাই।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেতন ও পদমর্যাদা নিয়ে শিক্ষকদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সম্মানজনক সমাধান হবে, আশা করছি। এ বিষয়ে সরকারও আন্তরিক।’

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। মেডিকেলে ভর্তি কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।’

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে- এমন অভিযোগ এনে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদার সঙ্গে নির্ধারিত বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে।

এ সংক্রান্ত দাবি দাওয়া পূরণের লক্ষে গত ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেয়া হয়েছে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।