ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিয়ে মওদুদের বক্তব্যে বিএনপিতে তোলপাড়

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • 348


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের বক্তব্যে বিএনপিতে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও মওদুদের কড়া সমালোচনা করে চলছেন বিএনপির নেতাকর্মীরা।

গত শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক অনুষ্ঠানে মওদুদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেও তিনি নির্বাচন করতে পারবেন। দেশে আর কোনো দিন এক দলীয় নির্বাচন হবে না। বিএনপির আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। মওদুদের এমন বক্তব্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দলের মধ্যে চলছে হিসাব-নিকাশ।

বিএনপির শীর্ষ স্থানীয় একনেতা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কাছ থেকে এমন বক্তব্য আমরা আশা করি নাই। এটা মনগড়া বাজে ভাষায় মন্তব্য। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তার কঠোর সমালোচনা করে বলেন, মওদুদের ওপর ক্ষুব্ধ খালেদা জিয়াও।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির শীষ পর্যায়ের আরেক নেতা জা্নান, বিষয়টি নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। কেননা, এমন মন্তব্য দলকে বেকায়দায় ফেলতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তিনি(মওদুদ) এ ধরনের বক্তব্য কি কারণে দিয়েছেন আমার জানা নেই।

ওই অনুষ্ঠানে মওদুদ বলেন, মিথ্যা মামলায় একটি রায়ে তার (খালেদা জিয়া) সাজা হয়ে গেল। ভালো কথা, আমরা আপিল ফাইল করবো। আপিলটা হলো কনটিনিউশন অব দা প্রসিডিংস। যে বিচার হয়েছে, এটা হলো সে বিচারের ধারাবাহিকতা। তখন আমরা তার জন্য ইনশাআল্লাহ জামিন নেব। বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে সরাসরি অংশ গ্রহণ করতে পারবেন।

তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির নেতারা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে নিয়ে মওদুদের বক্তব্যে বিএনপিতে তোলপাড়

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের বক্তব্যে বিএনপিতে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও মওদুদের কড়া সমালোচনা করে চলছেন বিএনপির নেতাকর্মীরা।

গত শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক অনুষ্ঠানে মওদুদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেও তিনি নির্বাচন করতে পারবেন। দেশে আর কোনো দিন এক দলীয় নির্বাচন হবে না। বিএনপির আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। মওদুদের এমন বক্তব্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দলের মধ্যে চলছে হিসাব-নিকাশ।

বিএনপির শীর্ষ স্থানীয় একনেতা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কাছ থেকে এমন বক্তব্য আমরা আশা করি নাই। এটা মনগড়া বাজে ভাষায় মন্তব্য। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তার কঠোর সমালোচনা করে বলেন, মওদুদের ওপর ক্ষুব্ধ খালেদা জিয়াও।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির শীষ পর্যায়ের আরেক নেতা জা্নান, বিষয়টি নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। কেননা, এমন মন্তব্য দলকে বেকায়দায় ফেলতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তিনি(মওদুদ) এ ধরনের বক্তব্য কি কারণে দিয়েছেন আমার জানা নেই।

ওই অনুষ্ঠানে মওদুদ বলেন, মিথ্যা মামলায় একটি রায়ে তার (খালেদা জিয়া) সাজা হয়ে গেল। ভালো কথা, আমরা আপিল ফাইল করবো। আপিলটা হলো কনটিনিউশন অব দা প্রসিডিংস। যে বিচার হয়েছে, এটা হলো সে বিচারের ধারাবাহিকতা। তখন আমরা তার জন্য ইনশাআল্লাহ জামিন নেব। বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে সরাসরি অংশ গ্রহণ করতে পারবেন।

তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির নেতারা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।