ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘চলচ্চিত্রের জন্য এটুকু করতে আপত্তি নেই’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • 297

আর ক’দিন বাদেই নিজের নতুন ছবি ‘ভুবন মাঝি’ রিলিজ পাবে। তাই বিজ্ঞাপন ও টিভি নাটকের শিডিউলের ফাঁকেই সময় বের করছেন ছবি প্রচারণার কাজের জন্য। ভূবন মাঝির চিত্রনায়িকা অপর্ণা বলেন, ‘চলচ্চিত্রের প্রচারণার জন্য এটুকু করতে আপত্তি নেই।’
এরই ভেতরে দুই দফা বেড়িয়ে গেলেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র তারকা পরমব্রত।
ভূবন মাঝি টিম মেম্বার প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘আমার কাছে এটি একটি মিশনের মতো মনে হয়। যা আমরা বিজ্ঞাপন বা টিভি নাটকের ক্ষেত্রে ভাবতেই পারি না। সত্যিই দারুণ অভিজ্ঞতা। যেমন পরম এলে আমি, মাজনুন মিজানসহ ডিরেক্টর-প্রডিউসার সকলেই একজোট হই। নতুন কি করা যায় ফিল্মটির ব্যাপারে তা নিয়েই আলোচনা চলে।’
এরই ভেতরে ছবির ক্যাম্পেইনের ব্যাপারে বেশ কিছু থিম নিয়ে আরো কিছু কাজ করা হচ্ছে বলে জানান অপর্ণা। তবে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ব্যাপারে অপর্ণা বলেন, ‘নিজের ইচ্ছে তো শতভাগ। পারিপার্শ্বিক সবকিছু ইতিবাচক হলে সকল অভিনেত্রীই এই জায়গায় কাজ করতে চাইবে।’

ট্যাগস :

‘চলচ্চিত্রের জন্য এটুকু করতে আপত্তি নেই’

আপডেট সময় : ০৭:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭

আর ক’দিন বাদেই নিজের নতুন ছবি ‘ভুবন মাঝি’ রিলিজ পাবে। তাই বিজ্ঞাপন ও টিভি নাটকের শিডিউলের ফাঁকেই সময় বের করছেন ছবি প্রচারণার কাজের জন্য। ভূবন মাঝির চিত্রনায়িকা অপর্ণা বলেন, ‘চলচ্চিত্রের প্রচারণার জন্য এটুকু করতে আপত্তি নেই।’
এরই ভেতরে দুই দফা বেড়িয়ে গেলেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র তারকা পরমব্রত।
ভূবন মাঝি টিম মেম্বার প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘আমার কাছে এটি একটি মিশনের মতো মনে হয়। যা আমরা বিজ্ঞাপন বা টিভি নাটকের ক্ষেত্রে ভাবতেই পারি না। সত্যিই দারুণ অভিজ্ঞতা। যেমন পরম এলে আমি, মাজনুন মিজানসহ ডিরেক্টর-প্রডিউসার সকলেই একজোট হই। নতুন কি করা যায় ফিল্মটির ব্যাপারে তা নিয়েই আলোচনা চলে।’
এরই ভেতরে ছবির ক্যাম্পেইনের ব্যাপারে বেশ কিছু থিম নিয়ে আরো কিছু কাজ করা হচ্ছে বলে জানান অপর্ণা। তবে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ব্যাপারে অপর্ণা বলেন, ‘নিজের ইচ্ছে তো শতভাগ। পারিপার্শ্বিক সবকিছু ইতিবাচক হলে সকল অভিনেত্রীই এই জায়গায় কাজ করতে চাইবে।’