ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চীনে বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • 261


আন্তর্জাতিক ডেস্ক,

উচ্চতর পড়াশুনার জন্য চীনে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু পাকিস্তান থেকেই গত বছর প্রায় ১৯ হাজার শিক্ষার্থী পড়াশুনার জন্য চীনে গিয়েছে। দেশটিতে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পাকিস্তানের অবস্থান চতুর্থ। ২০১২ সালে পাকিস্তানের অবস্থান নবম স্থানে ছিল। খবর ডন নিউজের।

গতকাল বুধবার চীনা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে বলা হচ্ছে, গত বছর ৬৪টি দেশের দুই লাখের বেশি শিক্ষার্থী পড়াশুনা করতে চীনে এসেছে। যা ২০১৫ সালের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, ধারাবাহিক পক্ষপাতমূলক নীতির কারণে সিল্ক রোড অর্থনৈতিক অঞ্চল এবং একবিংশ শতাব্দীর সিল্ক রোড অঞ্চলের দেশগুলো থেকে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চীনে পড়তে এসেছে।

আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের পরিচালক জু তাও জানান, সামগ্রিকভাবে চীনে বিদেশি শিক্ষার্থীদের প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে। গত বছর ২০৫টি দেশের চার লাখ ৪০ হাজার শিক্ষার্থী পড়াশুনা করতে এসেছে। বছর বছর এই হার ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

চীনা স্কলারশিপ কাউন্সিলের সাধারণ সম্পাদক লি জিংহুই জানান, গত বছর ১৮৩টি দেশ ও অঞ্চলের ৪৯ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে চীনা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

জু ধারণা করছেন, আগামী বছর এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বিদেশে পড়াশুনার জন্য এখন এশিয়ার মধ্যে চীন সবচেয়ে বৃহৎ গন্তব্যে পরিণত হয়েছে।

জু আরও জানান, গত দুই লাখ ১০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চতর পড়াশুনার জন্য এসেছেন। তাদের পছন্দের বিষয় ছিল মেডিসিন, প্রকৌশলী, অর্থনীতি এবং ব্যবস্থাপনা।

ট্যাগস :

চীনে বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা

আপডেট সময় : ০২:৫৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭


আন্তর্জাতিক ডেস্ক,

উচ্চতর পড়াশুনার জন্য চীনে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শুধু পাকিস্তান থেকেই গত বছর প্রায় ১৯ হাজার শিক্ষার্থী পড়াশুনার জন্য চীনে গিয়েছে। দেশটিতে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পাকিস্তানের অবস্থান চতুর্থ। ২০১২ সালে পাকিস্তানের অবস্থান নবম স্থানে ছিল। খবর ডন নিউজের।

গতকাল বুধবার চীনা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে বলা হচ্ছে, গত বছর ৬৪টি দেশের দুই লাখের বেশি শিক্ষার্থী পড়াশুনা করতে চীনে এসেছে। যা ২০১৫ সালের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, ধারাবাহিক পক্ষপাতমূলক নীতির কারণে সিল্ক রোড অর্থনৈতিক অঞ্চল এবং একবিংশ শতাব্দীর সিল্ক রোড অঞ্চলের দেশগুলো থেকে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চীনে পড়তে এসেছে।

আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের পরিচালক জু তাও জানান, সামগ্রিকভাবে চীনে বিদেশি শিক্ষার্থীদের প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে। গত বছর ২০৫টি দেশের চার লাখ ৪০ হাজার শিক্ষার্থী পড়াশুনা করতে এসেছে। বছর বছর এই হার ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

চীনা স্কলারশিপ কাউন্সিলের সাধারণ সম্পাদক লি জিংহুই জানান, গত বছর ১৮৩টি দেশ ও অঞ্চলের ৪৯ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে চীনা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

জু ধারণা করছেন, আগামী বছর এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বিদেশে পড়াশুনার জন্য এখন এশিয়ার মধ্যে চীন সবচেয়ে বৃহৎ গন্তব্যে পরিণত হয়েছে।

জু আরও জানান, গত দুই লাখ ১০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চতর পড়াশুনার জন্য এসেছেন। তাদের পছন্দের বিষয় ছিল মেডিসিন, প্রকৌশলী, অর্থনীতি এবং ব্যবস্থাপনা।