জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ঘিরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে জমায়েত হয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত আছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
আজ ঘোষিত হবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক রাজনৈতিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান, যা দেশে রাজনৈতিক পালাবদলের নতুন অধ্যায় রচনা করেছিল, সেই আন্দোলনের বার্ষিকী এবং ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে এই ঘোষণাপত্র পাঠ করা হবে।