ঢাকা: জাতীয় পরিচয়পত্রসহ সরকারি গুরুত্বপূর্ণ ১৭টি ওয়েবসাইট হ্যাক করেছে মরক্কোর ইসলামিক ইউনিয়ন মেইল নামের একটি হ্যাকার সংগঠন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ওয়েবসাইটগুলোতে ঢোকা যাচ্ছে না। মরক্কোর ইসলামিক ইউনিয়ন মেইল নামের সংগঠনটি নিজেদের ফেসবুক পেইজে ওয়েবসাইটগুলো হ্যাক করে সেগুলোর লিংক পোস্ট করেছে।
ওয়েবসাইটগুলো হলো-
http://www.ecrrp.gov.bd
http://www.joypurhatpolice.gov.bd/
http://www.aclandall.gov.bd/
http://www.nidw.gov.bd/
http://www.bnacwcafd.gov.bd/
http://www.bard.gov.bd/
http://www.taxesinspection.gov.bd/
Home
http://www.dfp.gov.bd/
http://www.uffl.gov.bd/
Home