জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অাগামিকাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব-২০১৭। ‘জ্ঞানের রাজ্যে ঝড় তুলো, নতুন কিছু
উদ্ভাবন করো’ এ স্লোগানে জাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে আগামী অাগামিকাল ১০ ফেব্রুয়ারি ও ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ উৎসব শুরু হবে।
বিজ্ঞান উৎসবে থাকছে বিজ্ঞান কুইজ,
প্রোজেক্ট শো, সায়েন্স ভিত্তিক পোস্টার
উপস্থাপন। বিজ্ঞান কুইজ ও প্রোজেক্ট
শোতে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ও
সায়েন্স ভিত্তিক পোস্টার উপস্থাপনায়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ
করবে।
বিজ্ঞান উৎসবটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব অায়োজন করছে এবং সহযোগিতায় থাকছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জাবি বিজ্ঞান ক্লাবের সভাপতি মো. আবু সাঈদ। সংবাদ সম্মেলনে অারো ছিলেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সহ-অফিস সম্পাদ মোস্তফা বিন বশির।