অাব্দুল মান্নান, জাবি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ স্নাতক (সম্মান) শ্রেণি প্রথম বর্ষের ক্লাস আগামী ৯ মার্চ (বৃহস্পতিবার) থেকেসশুরু হতে যাচ্ছে।
এক অফিস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১৯ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। দুই হাজার ৩০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট দুই লাখ ২০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী।