অাব্দুল মান্নান, জাবি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শুরু করেছে দুই দিন ব্যাপী পুনর্মিলনী অায়োজন।
অাজ (২রা মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টায় পুনর্মিলনীর অায়োজক কমিটির সদস্য-সচিব খন্দকার হাসান মাহমুদ একটি করে গেঞ্জি ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন সরঞ্জামাদি বিতরন করে অভিযানের শুরু করেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে সম্পূর্ণ করেন। পরিচ্ছন্ন অভিযানটি সমাজ বিজ্ঞান ভবন থেকে শুরু করে শহীদ মিনার, নতুন কলা ভবন, রেজিস্টার ভবন, মেডিকেল, পুরাতন কলা, বটতলা সহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মো. শাহেদুর রশিদ, অায়োজক কমিটির সদস্য-সচিব খন্দকার হাসান মাহমুদ, প্রভাষক বিবি হাফসা, এবাদুল্লাহ খান, মো. অানারুল হক মন্ডল, মো. অালমগীর হোসেন ভূঁইয়া, মোহাম্মদ রেজাউল রকিব। এছাড়াও অায়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দু’দিন ব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানে অাজ বৃহস্পতিবার রয়েছে বিকেল ৪ টায় বৃক্ষরোপণ কর্মসূচি, সন্ধ্যা ৬ টায় মুক্তমঞ্চে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগিতায় নাটক মঞ্চায়ন, সন্ধ্যা ৭ টায় বিভাগের বর্তমান ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অাগামিকাল (৩মার্চ) থাকছে পিঠা উৎসব, অানন্দ র্যালি ও রাতে জলের গান (কন্সার্ট)।