যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে তারাই বোমা হামলা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, স্পষ্ট করে বললে জামায়াত-শিবির এবং বিএনপি এ হামলা করেছে। সকালে হোসনি দালান এলাকায় বোমা হামলার স্থল নাজিম উদ্দিন রোডে যান খাদ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় কামরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, দুই বিদেশি হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা এবং শিয়াদের তাজিয়া মিছিলে বোমা মেরে হত্যায় একই গোষ্ঠী জড়িত। ঘটনাস্থল পরিদর্শনের পর ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হামলা হয়েছে। আতঙ্ক তৈরি করতে এটা করা হয়েছে। তিনি বলেন, আমাদের কাছে অনেক তথ্য রয়েছে। শিগগির খুঁজে বের করে অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
এদিকে হামলায় নিহত এবং আহত পরিবারদের জন্য অর্থ বরাদ্দ করেছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর ঘটনাস্থল পরিদর্শন শেষে টাকা বরাদ্দের কথা জানান। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার করে টাকা দেয়ার কথা জানান। এ বরাদ্দের টাকা দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক মিজানুর রহমান হস্তান্তর করেন।
সংবাদ শিরোনাম ::
‘জামায়াত-শিবির, বিএনপি বোমা মারছে’
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
- 332
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ