ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের সেরা ঈদের মুখোমুখি নুসরাত ফারিয়া

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫
  • 362

1274
নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত চলচ্চিত্র ‘আশিকী’ কলকাতায় মুক্তি পেয়েছে গত ১৮ই সেপ্টেম্বর। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবদুল আজিজ ও অশোক পতি। মুঠোফোনে কলকাতায় ‘আশিকী’র খবর জানতে চাইলে ছবিটির নায়ক অঙ্কুশ বলেন, এর আগে আমার মুক্তিপ্রাপ্ত কোন চলচ্চিত্রের জন্য মাত্র দুদিনে এত দারুণ খবর পাইনি। খুব ভাল চলছে ছবিটি। প্রতিটি হলে দর্শক খুব আগ্রহ নিয়ে ‘আশিকী’ দেখতে যাচ্ছেন। শিগগিরই আমি নতুন ছবির শুটিং শুরু করবো তাই হলে হলে যেতে পারছি না। কিন্তু মুঠোফোনে রেসপন্সটা পাচ্ছি। ফারিয়াকে আমাদের এখানকার দর্শক সাদরে গ্রহণ করেছে। কলকাতায় ৯৪টি হলে মুক্তি পেয়েছে ‘আশিকী’। আর ঢাকায় মুক্তি পাবে ১১০টি সিনেমা হলে। সবমিলিয়ে নুসরাত ফারিয়াকে দর্শক দেখবেন ২০৪টি সিনেমা হলে দুই বাংলায়। নুসরাত ফারিয়া বলেন, আশিকীর প্রিমিয়ার শোতে কলকাতা গিয়েছিলাম। সেখানে বুম্বা দা (প্রসেনজিৎ), দেবসহ উপস্থিত যারা ছিলেন তারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আশা করি ছবিটি ঢাকায় মুক্তি পেলেও দর্শকের ভাল সাড়া পাবো। সত্যি বলতে কি হয়তো এবারের ঈদটা হতে যাচ্ছে আমার জীবনের সেরা ঈদ। আমি দেশের মাটিতে সেরা সেই মুহূর্তের অপেক্ষায় আছি। এদিকে কলকাতার দুটি ভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে ‘আশিকী’ মুক্তির পর নূসরাত ফারিয়ার আলাপ হয়েছে। শিগগিরই অঙ্কুশের সঙ্গে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। পাশাপাশি আসছে নভেম্বরে তিনি বলিউডের ‘গাওয়া : দ্য উইটনেস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করবেন। এতে তিনি অভিনয় করবেন বলিউডের সিরিয়াল কিসারখ্যাত নায়ক ইমরান হাশমির বিপরীতে।

ট্যাগস :

জীবনের সেরা ঈদের মুখোমুখি নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫

1274
নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত চলচ্চিত্র ‘আশিকী’ কলকাতায় মুক্তি পেয়েছে গত ১৮ই সেপ্টেম্বর। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবদুল আজিজ ও অশোক পতি। মুঠোফোনে কলকাতায় ‘আশিকী’র খবর জানতে চাইলে ছবিটির নায়ক অঙ্কুশ বলেন, এর আগে আমার মুক্তিপ্রাপ্ত কোন চলচ্চিত্রের জন্য মাত্র দুদিনে এত দারুণ খবর পাইনি। খুব ভাল চলছে ছবিটি। প্রতিটি হলে দর্শক খুব আগ্রহ নিয়ে ‘আশিকী’ দেখতে যাচ্ছেন। শিগগিরই আমি নতুন ছবির শুটিং শুরু করবো তাই হলে হলে যেতে পারছি না। কিন্তু মুঠোফোনে রেসপন্সটা পাচ্ছি। ফারিয়াকে আমাদের এখানকার দর্শক সাদরে গ্রহণ করেছে। কলকাতায় ৯৪টি হলে মুক্তি পেয়েছে ‘আশিকী’। আর ঢাকায় মুক্তি পাবে ১১০টি সিনেমা হলে। সবমিলিয়ে নুসরাত ফারিয়াকে দর্শক দেখবেন ২০৪টি সিনেমা হলে দুই বাংলায়। নুসরাত ফারিয়া বলেন, আশিকীর প্রিমিয়ার শোতে কলকাতা গিয়েছিলাম। সেখানে বুম্বা দা (প্রসেনজিৎ), দেবসহ উপস্থিত যারা ছিলেন তারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আশা করি ছবিটি ঢাকায় মুক্তি পেলেও দর্শকের ভাল সাড়া পাবো। সত্যি বলতে কি হয়তো এবারের ঈদটা হতে যাচ্ছে আমার জীবনের সেরা ঈদ। আমি দেশের মাটিতে সেরা সেই মুহূর্তের অপেক্ষায় আছি। এদিকে কলকাতার দুটি ভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে ‘আশিকী’ মুক্তির পর নূসরাত ফারিয়ার আলাপ হয়েছে। শিগগিরই অঙ্কুশের সঙ্গে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। পাশাপাশি আসছে নভেম্বরে তিনি বলিউডের ‘গাওয়া : দ্য উইটনেস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করবেন। এতে তিনি অভিনয় করবেন বলিউডের সিরিয়াল কিসারখ্যাত নায়ক ইমরান হাশমির বিপরীতে।