ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘জেনারেল ওসমানী’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • 335

‘জেনারেল ওসমানী’
বজলুর রশীদ চৌধূরী
শ্রদ্ধাভরে স্মরণ করি-হে বঙ্গবীর,
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক-মুক্তি বাহিনীর পীর।
ক্ষণজন্মা পুরুষ তুমি-সমর বিশ্বে দাম,
যেমন তোমার বংশ সনদ-অসমানী নাম।
সময় পোষাক পরে তুমি কাটাও সারা জীবন,
চাওয়া পাওয়া নাইকো কেবল-সেবাই তোমার পন।
জীবন বাজি রেখে তুমি যুদ্ধে দিলে মন,
জনম জনম বাংলার মানুষ করবে তোমায় স্মরণ।
শত বাধা ডিংগিয়ে তুমি বাড়াও জাতির মান,
ই.পি.আর এর বিশালতা-তোমার হাতের দান।
অবসরে গেলেও তোমার শেষ হয়নি কাজ,
দেশের তরে নির্বাচনে পরলে বিজয় তাজ।
লেখাপড়া নিয়ম কানুনে তোমার জুড়ী নাই,
দেশকে স্বাধীন করে পেলে ইতিহাসে ঠাঁই।
সত্যের ধারক সত্যের বাহক সত্য তোমার পুঁজি,
বিশ্ব সম্মান পেলে তুমি সত্যের ভিতর খুঁজি।
একাত্তরে বাংলার বুকে নামে অন্ধকার,
নির্বিচারে মানুষ মারে পাক্‌ হানাদার।
বঙ্গবন্ধুর প্রিয়ভাজন মেজর জিয়ার গুরু,
সর্বাধিনায়কের পদে বসে যুদ্ধ করলে শুরু।
নয় মাস ধরে যুদ্ধ করে বিজয় নিলে হাতে,
হানাদাররা চলে গেল ইতিহাসের পাতে।
স্বাধীন থেকো স্বাধীনতা-চিরকাল ধরি,
সাথে সাথে আতাউল গনি ওসমানীকে স্মরি।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।

ট্যাগস :

‘জেনারেল ওসমানী’

আপডেট সময় : ০৬:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭

‘জেনারেল ওসমানী’
বজলুর রশীদ চৌধূরী
শ্রদ্ধাভরে স্মরণ করি-হে বঙ্গবীর,
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক-মুক্তি বাহিনীর পীর।
ক্ষণজন্মা পুরুষ তুমি-সমর বিশ্বে দাম,
যেমন তোমার বংশ সনদ-অসমানী নাম।
সময় পোষাক পরে তুমি কাটাও সারা জীবন,
চাওয়া পাওয়া নাইকো কেবল-সেবাই তোমার পন।
জীবন বাজি রেখে তুমি যুদ্ধে দিলে মন,
জনম জনম বাংলার মানুষ করবে তোমায় স্মরণ।
শত বাধা ডিংগিয়ে তুমি বাড়াও জাতির মান,
ই.পি.আর এর বিশালতা-তোমার হাতের দান।
অবসরে গেলেও তোমার শেষ হয়নি কাজ,
দেশের তরে নির্বাচনে পরলে বিজয় তাজ।
লেখাপড়া নিয়ম কানুনে তোমার জুড়ী নাই,
দেশকে স্বাধীন করে পেলে ইতিহাসে ঠাঁই।
সত্যের ধারক সত্যের বাহক সত্য তোমার পুঁজি,
বিশ্ব সম্মান পেলে তুমি সত্যের ভিতর খুঁজি।
একাত্তরে বাংলার বুকে নামে অন্ধকার,
নির্বিচারে মানুষ মারে পাক্‌ হানাদার।
বঙ্গবন্ধুর প্রিয়ভাজন মেজর জিয়ার গুরু,
সর্বাধিনায়কের পদে বসে যুদ্ধ করলে শুরু।
নয় মাস ধরে যুদ্ধ করে বিজয় নিলে হাতে,
হানাদাররা চলে গেল ইতিহাসের পাতে।
স্বাধীন থেকো স্বাধীনতা-চিরকাল ধরি,
সাথে সাথে আতাউল গনি ওসমানীকে স্মরি।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।