জেমসের পর এবার মঞ্চ মাতাতে সিলেট আসছে এলআরবি
সম্প্রতি সিলেটের বেসররকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির জনপ্রিয় ব্যান্ড দল ব্যান্ড কমিউনিটির আমন্ত্রনে ‘গুরু’ খ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার দল নগর বাউল শুক্রবার সিলেটে মঞ্চ মাতিয়েছে।
তার রেশ কাটতে না কাটতেই এবার মঞ্চ মাতাতে আসছেন দেশের বিখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও তার দল এলআরবি।
যার সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে রয়েছে লিডিং ইউনিভার্সিটির আরেক জনপ্রিয় ব্যান্ড অরফিয়াস।
অরফিয়াসের ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের জন্যে এ সু-খবর নিশ্চিত করলেও কনসার্টের সময় এবং তারিখ জানানো হয়নি।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিলেটের ব্যান্ড সংগীতের জগতে এক অনবদ্য ভূমিকা রেখে চলেছে লিডিং ইউনিভার্সিটির এই জনপ্রিয় ব্যান্ড দলটি। দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোর সাথে পারফর্মের পাশাপাশি সংগীতের জগতে নতুন কন্ঠশিল্পীদের তুলে ধরছে ব্যান্ডটি।