স্টাফ রিপোর্টার,
টঙ্গীর মুদাফা মাদ্রাসা মার্কেটের পিছন থেকে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইমন হোসেন (১৬)। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত ৪ দিন আগে ইমন বাসা থেকে চাকরির খোঁজে বের হয়ে আর বাসায় ফিরেনি। আত্মীয়-স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে গত বৃহস্পতিবার টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় মুদাফার মাদ্রাসা মার্কেটের পেছনে একটি বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা এসআই আবুল বাশারসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে ইমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। নিহত ইমন স্থানীয় মুদাফা এলাকার শাহ আলমের ছেলে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে বস্তাবন্দী লাশ উদ্ধার
-
প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
- 406
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ