ঢাকাটাইমস২৪ ডটকম ওয়েবসাইটি গতকাল রাতে হ্যাক হয়েছে।
মরক্কো থেকে কোনো একটি চক্র এ কাজ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুধু ঢাকাটাইমস২৪ ডটকম নয়, ওই চক্রটি সবমিলিয়ে বিশ্বের ১৭০০টি ওয়েবসাইট হ্যাক করেছে। ইস্যু করা হয়েছে রোহিঙ্গাদের অভিবাসনের বিষয়টি।
বাংলাদেশ সরকারের স্পর্শকাতর কয়েকটি বিভাগের ওয়েবসাইটও এই তালিকায় আছে বলে জানা গেছে।
হ্যাক হওয়ার কারণে গতকাল মাঝরাত থেকে ঢাকাটাইমস২৪ ডটকম ভিজিট করতে সমস্যা হচ্ছে। সাইটটি পুনরুদ্ধারের কাজ চলছে। দ্রুত পাঠকপ্রিয় সংবাদ নিয়ে আমরা ফিরে আসছি।