ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও সিলেটে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব ২০১৭’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • 405


বিনোদন প্রতিবেদক।।

শুরু হচ্ছে ঢাকা ও সিলেটে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব ২০১৭’। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার উদ্যোগে শুক্রবার (৩রা মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলবে শনিবার (৪ মার্চ) পর্যন্ত।

আগামী সোমবার (৬ মার্চ) সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলবে মঙ্গলবার (৭ মার্চ) পর্যন্ত।

ঢাকায় দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী আয়োজনে থাকছে-আলোচনা সভা, ডকুমেন্টরি প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি। নবরত্নের গান- সৈয়দ শাহনূর, রাধারমণ দত্ত, আরকুম শাহ্, হাছন রাজা, শীতালং শাহ, দুরবিন শাহ, শেখ ভানু, দীনহীন ও শাহ আবদুল করিমের গান। এছাড়া আরও থাকছে ঐতিহ্যবাহী ধামাইল, মণিপুরী, ঝুমুরসহ অন্যান্য নৃত্য পরিবেশনা।

17101327_968067173324899_72192149_oউৎসবের সমাপনী দিনে শনিবার (৪ মার্চ) থাকছে, সিলেট অঞ্চলের গান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি, দেশ-বিদেশেদের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা । এছাড়া নৃত্যশৈলী সিলেট প্রযোজনায় গীতিকাব্য নাটক ‘হাছনজানের রাজা’র উদ্বোধনী প্রদর্শনী। শাকুর মজিদের রচনায় মঞ্চ নাটকটি পরিচালনা করবেন নীলাঞ্জনা জুঁই।

ঢাকার উৎসবে গুনীজন সংবর্ধনা ও জালালাবাদ স্বর্ণপদক প্রদান করা হবে। সংবর্ধনাপ্রাপ্ত গুণীজন- এম বি চৌধুরী, শিক্ষাবিদ(শিক্ষা), ব্রিগেডিয়ার ডা. এম এ মালিক, চেয়ারপার্সন-ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন(চিকিৎসা), আবুল মাল আবদুল মুহিত (অর্থনীতি), স্যার ফজলে হাসান আবেদ, চেয়ারপার্সন-ব্র্যাক(সামাজিক উন্নয়ন), সি আর দত্ত বীরউত্তম-সেক্টর কমান্ডার(মুক্তিযুদ্ধ), হাফিজ আহমদ মজুমদার, চেয়ারম্যান-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি(মানবসম্পদ উন্নয়ন), নাসির এ চৌধুরী, প্রধান উপদেষ্টা-গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি. (ব্যবসায়), দ্বিজেন শর্মা, নিসর্বিদ (পরিবেশ ও নিসর্গ)।

সিলেটের ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী আয়োজনে থাকছে-আলোচনা সভা, ডকুমেন্টরি প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি। দেশ-বিদেশেদের সিলেটি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। গীতি নৃত্যনাট্য অনুষ্ঠান।

সিলেটে গুণীজন সংবর্ধনা ও জালালাবাদ স্বর্ণপদক প্রদান করা হবে। সংবর্ধনাপ্রাপ্ত গুণীজন: অধ্যাপক মো. আব্দুল আজিজ(শিক্ষা), সাবেক উপাচার্য-মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট, নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা বিস্তার), রণজিৎ বিশ্বাস (ক্রীড়া), স্ক্রীড়াবিদ, ডা. এম এ রকিব (চিকিৎসা), সুজেয় শ্যাম (সঙ্গীত), স্বাধীন বাংলা বেতারখ্যাত গীতিকার ও সুরকার, শীলা রায়(নারি জাগরণ), নারী নেত্রী, এডভোকেট মনির উদ্দিন আহমদ(আইন পেশা), সালেহ চৌধুরী(সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধ), সাংবাদিক ও মুক্তিযোদ্ধা।

উৎসবের সমাপনী দিনে মঙ্গলবার (৭ মার্চ) থাকছে, সিলেট অঞ্চলের গান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি, দেশ-বিদেশেদের শিল্পীদেরসাংস্কৃতিক পরিবেশনা । এছাড়া নৃত্যশৈলী সিলেট প্রযোজনায় গীতিনাট্য নাটক ‘হাছনজানের রাজা’র প্রদর্শনী।

ট্যাগস :

ঢাকা ও সিলেটে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব ২০১৭’

আপডেট সময় : ০২:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭


বিনোদন প্রতিবেদক।।

শুরু হচ্ছে ঢাকা ও সিলেটে ‘আন্তর্জাতিক সিলেট উৎসব ২০১৭’। জালালাবাদ এসোসিয়েশন ঢাকার উদ্যোগে শুক্রবার (৩রা মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলবে শনিবার (৪ মার্চ) পর্যন্ত।

আগামী সোমবার (৬ মার্চ) সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। চলবে মঙ্গলবার (৭ মার্চ) পর্যন্ত।

ঢাকায় দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী আয়োজনে থাকছে-আলোচনা সভা, ডকুমেন্টরি প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি। নবরত্নের গান- সৈয়দ শাহনূর, রাধারমণ দত্ত, আরকুম শাহ্, হাছন রাজা, শীতালং শাহ, দুরবিন শাহ, শেখ ভানু, দীনহীন ও শাহ আবদুল করিমের গান। এছাড়া আরও থাকছে ঐতিহ্যবাহী ধামাইল, মণিপুরী, ঝুমুরসহ অন্যান্য নৃত্য পরিবেশনা।

17101327_968067173324899_72192149_oউৎসবের সমাপনী দিনে শনিবার (৪ মার্চ) থাকছে, সিলেট অঞ্চলের গান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি, দেশ-বিদেশেদের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা । এছাড়া নৃত্যশৈলী সিলেট প্রযোজনায় গীতিকাব্য নাটক ‘হাছনজানের রাজা’র উদ্বোধনী প্রদর্শনী। শাকুর মজিদের রচনায় মঞ্চ নাটকটি পরিচালনা করবেন নীলাঞ্জনা জুঁই।

ঢাকার উৎসবে গুনীজন সংবর্ধনা ও জালালাবাদ স্বর্ণপদক প্রদান করা হবে। সংবর্ধনাপ্রাপ্ত গুণীজন- এম বি চৌধুরী, শিক্ষাবিদ(শিক্ষা), ব্রিগেডিয়ার ডা. এম এ মালিক, চেয়ারপার্সন-ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন(চিকিৎসা), আবুল মাল আবদুল মুহিত (অর্থনীতি), স্যার ফজলে হাসান আবেদ, চেয়ারপার্সন-ব্র্যাক(সামাজিক উন্নয়ন), সি আর দত্ত বীরউত্তম-সেক্টর কমান্ডার(মুক্তিযুদ্ধ), হাফিজ আহমদ মজুমদার, চেয়ারম্যান-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি(মানবসম্পদ উন্নয়ন), নাসির এ চৌধুরী, প্রধান উপদেষ্টা-গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি. (ব্যবসায়), দ্বিজেন শর্মা, নিসর্বিদ (পরিবেশ ও নিসর্গ)।

সিলেটের ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী আয়োজনে থাকছে-আলোচনা সভা, ডকুমেন্টরি প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি। দেশ-বিদেশেদের সিলেটি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। গীতি নৃত্যনাট্য অনুষ্ঠান।

সিলেটে গুণীজন সংবর্ধনা ও জালালাবাদ স্বর্ণপদক প্রদান করা হবে। সংবর্ধনাপ্রাপ্ত গুণীজন: অধ্যাপক মো. আব্দুল আজিজ(শিক্ষা), সাবেক উপাচার্য-মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট, নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা বিস্তার), রণজিৎ বিশ্বাস (ক্রীড়া), স্ক্রীড়াবিদ, ডা. এম এ রকিব (চিকিৎসা), সুজেয় শ্যাম (সঙ্গীত), স্বাধীন বাংলা বেতারখ্যাত গীতিকার ও সুরকার, শীলা রায়(নারি জাগরণ), নারী নেত্রী, এডভোকেট মনির উদ্দিন আহমদ(আইন পেশা), সালেহ চৌধুরী(সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধ), সাংবাদিক ও মুক্তিযোদ্ধা।

উৎসবের সমাপনী দিনে মঙ্গলবার (৭ মার্চ) থাকছে, সিলেট অঞ্চলের গান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কৌতুক, আবৃত্তি, দেশ-বিদেশেদের শিল্পীদেরসাংস্কৃতিক পরিবেশনা । এছাড়া নৃত্যশৈলী সিলেট প্রযোজনায় গীতিনাট্য নাটক ‘হাছনজানের রাজা’র প্রদর্শনী।