ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রলীগ নেতার ছয় সহযোগী অস্ত্রসহ আটক

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 574

ঢাবিতে ছাত্রলীগ নেতার ছয় সহযোগী অস্ত্রসহ আটক
ঢাবি প্রতিনিধি,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার ছয় সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে এই বহিরাগতদের আটক করা হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সূর্যসেন হলের কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন এবং শাহবাগ থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, অভিযানের সময় হলের ১০১, ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে রামদা, চাপাতি, দুটি ডেটোনেটর, সালফার জাতীয় পদার্থ, খেলনা পিস্তল, ইয়াবার প্যাকেট, স্প্লিন্টার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ১০১ নম্বর কক্ষ থেকে একজন, ৩১৩ নম্বর কক্ষ থেকে পাঁচজন এবং ৩১৪ কক্ষ থেকে একজনকে আটক করা হয়। তবে পরে একজনের ব্যাপারে জানা যায় তিনি গেস্ট। তাকে শাহবাগ থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

তাদের মধ্যে ঢাকার জিঞ্জিরার সানি, গোপালগঞ্জের লিমন দারিয়া ও রিয়াজ, মুন্সিগঞ্জের তপু, মাদারীপুরের সজিব, খুলনার টিটন ও সাতক্ষীরার ইমন হোসেন। তারা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের পরিচয়ে হলে থাকতেন বলে স্বীকার করেছেন।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০১, ৩১৩, ৩১৪, ৩১৫ নম্বর রুমে অভিযান চালিয়ে ওই বহিরাগতদের আটক করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের ৩১৫ নম্বর কক্ষে চাপাতি, চাইনিজ কুড়াল, স্প্লিন্টার ও ইয়াবার খোসা পাওয়া যায় বলে জানান ‍তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী ঢাকাটাইমসকে বলেন, আটক ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। এ ছাড়া এদের কয়েকজনের বিরুদ্ধে মামলাও আছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি ও ছিনতাইয়ের ঘটনার বিষয়টি উল্লেখ করে আমজাদ আলী জানান, এসব ঘটনায় যারা জড়িত তারা এখানে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয় সেখানে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরেফিন সিদ্দিক সুজনের সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, আমরা সাতজনকে আটক করেছিলাম। তবে যাচাই-বাছাইয়ে জানা গেছে একজন গেস্ট ছিলেন। তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ছয়জনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ওসি জানান, তাদের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস :

ঢাবিতে ছাত্রলীগ নেতার ছয় সহযোগী অস্ত্রসহ আটক

আপডেট সময় : ১১:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭

ঢাবিতে ছাত্রলীগ নেতার ছয় সহযোগী অস্ত্রসহ আটক
ঢাবি প্রতিনিধি,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল থেকে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার ছয় সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে এই বহিরাগতদের আটক করা হয় বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সূর্যসেন হলের কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন এবং শাহবাগ থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, অভিযানের সময় হলের ১০১, ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে রামদা, চাপাতি, দুটি ডেটোনেটর, সালফার জাতীয় পদার্থ, খেলনা পিস্তল, ইয়াবার প্যাকেট, স্প্লিন্টার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ১০১ নম্বর কক্ষ থেকে একজন, ৩১৩ নম্বর কক্ষ থেকে পাঁচজন এবং ৩১৪ কক্ষ থেকে একজনকে আটক করা হয়। তবে পরে একজনের ব্যাপারে জানা যায় তিনি গেস্ট। তাকে শাহবাগ থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

তাদের মধ্যে ঢাকার জিঞ্জিরার সানি, গোপালগঞ্জের লিমন দারিয়া ও রিয়াজ, মুন্সিগঞ্জের তপু, মাদারীপুরের সজিব, খুলনার টিটন ও সাতক্ষীরার ইমন হোসেন। তারা সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের পরিচয়ে হলে থাকতেন বলে স্বীকার করেছেন।

সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এ এস এম মাকসুদ কামাল ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০১, ৩১৩, ৩১৪, ৩১৫ নম্বর রুমে অভিযান চালিয়ে ওই বহিরাগতদের আটক করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের ৩১৫ নম্বর কক্ষে চাপাতি, চাইনিজ কুড়াল, স্প্লিন্টার ও ইয়াবার খোসা পাওয়া যায় বলে জানান ‍তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী ঢাকাটাইমসকে বলেন, আটক ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। এ ছাড়া এদের কয়েকজনের বিরুদ্ধে মামলাও আছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি ও ছিনতাইয়ের ঘটনার বিষয়টি উল্লেখ করে আমজাদ আলী জানান, এসব ঘটনায় যারা জড়িত তারা এখানে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয় সেখানে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরেফিন সিদ্দিক সুজনের সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, আমরা সাতজনকে আটক করেছিলাম। তবে যাচাই-বাছাইয়ে জানা গেছে একজন গেস্ট ছিলেন। তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ছয়জনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ওসি জানান, তাদের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।