তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি,
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের কাছে বিএনপির নেতাকর্মীরা যোগদান করেন।
বড়দল গ্রামের প্রবীণ মুরব্বি রহিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তূজা, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী, নব যোগদানকারী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বড়দল দক্ষিণ ইউনিয়ন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মছিহুর রহমান মিলন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, দলীয় নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি, মিলন তালুকদার, হাবিবুর রহমান, উজ্জ্বল মিয়া, আব্দুর রশীদ, জাহির উদ্দিন, আব্দুস শহিদ, ইউপি সদস্য জয়নাল মিয়া, নুরুল মিয়া প্রমুখ।
সভায় তাহিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সঞ্জীব উস্তারের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।