ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

‘দুই বছর পর বিয়ে করব’

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫
  • 348

2050
দীর্ঘ সময়জুড়ে শোবিজ অঙ্গনে পথ চলছেন জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস। নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা সবক্ষেত্রেই সমানতালে কাজ করছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন ‘রমিজের আয়না’ খ্যাত এ অভিনেত্রী। তার সাক্ষাৎকারটি নিয়েছেন
মারুফ কিবরিয়া

কেমন আছেন? কেমন চলছে সব?
ভাল আছি। সবার দোয়ায় সবই ভাল চলছে। তবে বেশ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে এ মুহুর্তে।

কি কাজ করছেন এখন?
নাটকের শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে। বেশ কয়েকটি খ- নাটকের কাজ শেষ হয়েছে। এগুলো নতুন বছরে প্রচার হবে। কিন্তু কোন চ্যানেলে প্রচার হবে ঠিক জানি না। এর মধ্যে রয়েছে ‘রঙ্গীন সুৃতো’, ‘দিভাবড়ী’ আর পাঁচ পর্বের একটি ধারাবাহিক। নতুন আরও কিছু নাটকের কাজ হাতে রয়েছে। কিন্তু এখনই করছি না।

ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে কোনগুলো?
তিনটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘নীড় খুঁজে গাংচিল’, ‘অধিবাসী’ ও ‘দুরত্ব’। আর নতুন আরেকটি ধারাবাহিকে অভিনয়ের কথা রয়েছে। শুটিং এখনও শুরু হয়নি। আগামী মাসে কাজটি শুরু হবে।

গত বছর একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। নতুন কোন পণ্যের মডেল হয়েছেন?
হ্যাঁ, সম্প্রতি এক বছর পর নতুন একটি কাজ করলাম। এটি হলো ‘ম্যাজিক স্পঞ্জ’-এর বিজ্ঞাপন। খুবই ভাল হয়েছে কাজটি। এছাড়া আরও কিছু বিজ্ঞাপন হাতে রয়েছে। সামনেই শুটিং।

উপস্থাপনাও করছেন….
এনটিভিতে নিয়মিত প্রচার চলতি ‘জানার আছে বলার আছে’ কুইজ শো-এর কাজ করছি।

লম্বা সময়জুড়ে টিভি নাটকের সঙ্গে রয়েছেন। এখনকার নাটকগুলো কেমন লাগছে?
এ বিষয়ে বরাবরই আমার মতামত পজিটিভ। চ্যানেল অনেক হয়েছে। নাটকও অনেক প্রচার হচ্ছে। আমার দৃষ্টিতে কাজ ভালই হচ্ছে। সেসঙ্গে নতুন অনেকে আসছেন শোবিজে। তবে তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে নতুনদের শিল্পী হিসেবে তৈরি করা যাবে। আর যারা আসছেন তাদেরও মাথায় থাকতে হবে কয়েকটি নাটক কিংবা বিজ্ঞাপনে করলেই শিল্পী হয়ে ওঠা যায় না। অথবা নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠা করা যায় না। ধৈর্য্য ধরতে হবে। আর পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

একজন শিল্পী হিসেবে আপনার প্রাপ্তি কতটুকু বলে মনে করেন?
আসলে এ হিসাবটা কখনো কষিনি। নিজেকে ভাল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি মনে করি, এখনও ভাল অভিনেত্রী হয়ে উঠিনি। আরও সময় প্রয়োজন। তবে একটা ব্যাপার শেয়ার করি, আমি ক্যারিয়ারের শুরু থেকে অনেক অগোছালো ছিলাম। যে নাটকের প্রস্তাব পেতাম সেটাই করে ফেলতাম। দেখা গেছে, একসঙ্গে অনেক নাটকের কাজও করেছি। সেক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও অভিনয়টা শিখতে পেরেছি।

চলচ্চিত্র নিয়ে কোন পরিকল্পনা কি আছে?
গত বছর একটি ছবিতে কাজ শুরু করেছিলাম। এর নাম ‘ফ্ল্যাশ ফায়ার’। ছবিটির কাজ এখন বন্ধ আছে। নতুন কিছু ছবিতে কাজ করার প্রস্তাব আছে। কিন্তু আরেকটু গুছিয়ে তবে চলচ্চিত্রে নতুন করে কাজ শুরু করবো।

মিডিয়ার বাইরে আর কোন কাজ করছেন?
আমি মিডিয়াতে অনেকদিন ধরেই কাজ করছি। এখানে নাটকে অভিনয় বা অন্য ক্ষেত্রগুলিতে কাজ না করলে অর্থ নেই। আর করলে অর্থ আছে। কিন্তু আমার একটা নির্দিষ্ট উপার্জনের পথ দরকার। তাই ডিসেম্বর মাস থেকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা শুরু করতে যাচ্ছি। মিডিয়ার কাজের পাশাপাশি এটিও নিয়মিত করব।

ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ নিয়ে আসলে খুব একটা ভাবি না। আমি টুকটাক লিখতে পারি। তাই ইচ্ছা আছে পত্রিকায় মাঝে-মধ্যে লিখবো। আর কিছু নাটকের গল্প লিখবো। পাশাপাশি একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করব। তবে এটা এখনই নয়। বিয়ের পর।

বিয়ে কবে?
দুই বছর পর বিয়ে করব বলে ঠিক করেছি।

কাউকে পছন্দ করে রেখেছেন?
না, না। সেভাবে কাউকে পছন্দ করে রাখিনি। পরিবারের পছন্দেই বিয়ে করব। আগে নিজে গুছিয়ে উঠি। সেজন্যই কমপক্ষে দুটো বছর সময় লাগবে।

ট্যাগস :

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

‘দুই বছর পর বিয়ে করব’

আপডেট সময় : ১১:১৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫

2050
দীর্ঘ সময়জুড়ে শোবিজ অঙ্গনে পথ চলছেন জনপ্রিয় অভিনেত্রী লারা লোটাস। নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা সবক্ষেত্রেই সমানতালে কাজ করছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন ‘রমিজের আয়না’ খ্যাত এ অভিনেত্রী। তার সাক্ষাৎকারটি নিয়েছেন
মারুফ কিবরিয়া

কেমন আছেন? কেমন চলছে সব?
ভাল আছি। সবার দোয়ায় সবই ভাল চলছে। তবে বেশ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে এ মুহুর্তে।

কি কাজ করছেন এখন?
নাটকের শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে। বেশ কয়েকটি খ- নাটকের কাজ শেষ হয়েছে। এগুলো নতুন বছরে প্রচার হবে। কিন্তু কোন চ্যানেলে প্রচার হবে ঠিক জানি না। এর মধ্যে রয়েছে ‘রঙ্গীন সুৃতো’, ‘দিভাবড়ী’ আর পাঁচ পর্বের একটি ধারাবাহিক। নতুন আরও কিছু নাটকের কাজ হাতে রয়েছে। কিন্তু এখনই করছি না।

ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে কোনগুলো?
তিনটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘নীড় খুঁজে গাংচিল’, ‘অধিবাসী’ ও ‘দুরত্ব’। আর নতুন আরেকটি ধারাবাহিকে অভিনয়ের কথা রয়েছে। শুটিং এখনও শুরু হয়নি। আগামী মাসে কাজটি শুরু হবে।

গত বছর একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। নতুন কোন পণ্যের মডেল হয়েছেন?
হ্যাঁ, সম্প্রতি এক বছর পর নতুন একটি কাজ করলাম। এটি হলো ‘ম্যাজিক স্পঞ্জ’-এর বিজ্ঞাপন। খুবই ভাল হয়েছে কাজটি। এছাড়া আরও কিছু বিজ্ঞাপন হাতে রয়েছে। সামনেই শুটিং।

উপস্থাপনাও করছেন….
এনটিভিতে নিয়মিত প্রচার চলতি ‘জানার আছে বলার আছে’ কুইজ শো-এর কাজ করছি।

লম্বা সময়জুড়ে টিভি নাটকের সঙ্গে রয়েছেন। এখনকার নাটকগুলো কেমন লাগছে?
এ বিষয়ে বরাবরই আমার মতামত পজিটিভ। চ্যানেল অনেক হয়েছে। নাটকও অনেক প্রচার হচ্ছে। আমার দৃষ্টিতে কাজ ভালই হচ্ছে। সেসঙ্গে নতুন অনেকে আসছেন শোবিজে। তবে তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে নতুনদের শিল্পী হিসেবে তৈরি করা যাবে। আর যারা আসছেন তাদেরও মাথায় থাকতে হবে কয়েকটি নাটক কিংবা বিজ্ঞাপনে করলেই শিল্পী হয়ে ওঠা যায় না। অথবা নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠা করা যায় না। ধৈর্য্য ধরতে হবে। আর পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

একজন শিল্পী হিসেবে আপনার প্রাপ্তি কতটুকু বলে মনে করেন?
আসলে এ হিসাবটা কখনো কষিনি। নিজেকে ভাল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি মনে করি, এখনও ভাল অভিনেত্রী হয়ে উঠিনি। আরও সময় প্রয়োজন। তবে একটা ব্যাপার শেয়ার করি, আমি ক্যারিয়ারের শুরু থেকে অনেক অগোছালো ছিলাম। যে নাটকের প্রস্তাব পেতাম সেটাই করে ফেলতাম। দেখা গেছে, একসঙ্গে অনেক নাটকের কাজও করেছি। সেক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও অভিনয়টা শিখতে পেরেছি।

চলচ্চিত্র নিয়ে কোন পরিকল্পনা কি আছে?
গত বছর একটি ছবিতে কাজ শুরু করেছিলাম। এর নাম ‘ফ্ল্যাশ ফায়ার’। ছবিটির কাজ এখন বন্ধ আছে। নতুন কিছু ছবিতে কাজ করার প্রস্তাব আছে। কিন্তু আরেকটু গুছিয়ে তবে চলচ্চিত্রে নতুন করে কাজ শুরু করবো।

মিডিয়ার বাইরে আর কোন কাজ করছেন?
আমি মিডিয়াতে অনেকদিন ধরেই কাজ করছি। এখানে নাটকে অভিনয় বা অন্য ক্ষেত্রগুলিতে কাজ না করলে অর্থ নেই। আর করলে অর্থ আছে। কিন্তু আমার একটা নির্দিষ্ট উপার্জনের পথ দরকার। তাই ডিসেম্বর মাস থেকে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা শুরু করতে যাচ্ছি। মিডিয়ার কাজের পাশাপাশি এটিও নিয়মিত করব।

ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ নিয়ে আসলে খুব একটা ভাবি না। আমি টুকটাক লিখতে পারি। তাই ইচ্ছা আছে পত্রিকায় মাঝে-মধ্যে লিখবো। আর কিছু নাটকের গল্প লিখবো। পাশাপাশি একটি ফ্যাশন ব্র্যান্ড চালু করব। তবে এটা এখনই নয়। বিয়ের পর।

বিয়ে কবে?
দুই বছর পর বিয়ে করব বলে ঠিক করেছি।

কাউকে পছন্দ করে রেখেছেন?
না, না। সেভাবে কাউকে পছন্দ করে রাখিনি। পরিবারের পছন্দেই বিয়ে করব। আগে নিজে গুছিয়ে উঠি। সেজন্যই কমপক্ষে দুটো বছর সময় লাগবে।