ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

দেশে জঙ্গিবাদ নেই, অস্ট্রেলিয়ার শঙ্কা ভিত্তিহীন : বিএনপি

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
  • 358

1346
বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দাবি করে নির্ধারিত সময়ের আগে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট দলকে সফরে পাঠাবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বিএনপি অভিযোগ করেছে, সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ কয়েকজন মন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে বিভিন্ন সময়ে দেশে জঙ্গীবাদ প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন সময়ে জঙ্গী ধরা, তথাকথিত উগ্রবাদী বই-পুস্তক উদ্ধারের যে কাহিনী প্রচারিত হয়েছে-তার ফলশ্রুতিতে বাংলাদেশ সম্পর্কে একটি আস্থাহীনতা ও আশঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সে কারণেই অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসতে অপরাগতা প্রকাশ করেছে।

তিনি বলেন, আজ বাংলাদেশে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলে অস্ট্রেলীয় ক্রিকেট কর্মকর্তারা জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতর ডিএফএটি বাংলাদেশ সফরের ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করবে। এ ব্যাপারে অস্ট্রেলীয় ক্রিকেটের নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন নিরাপত্তার নিশ্চয়তা চায় তারা।

ড. রিপন বলেন, এ প্রসঙ্গে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী নিরাপত্তা প্রশ্নে যা বলেছেন তার সঙ্গে আমরা একমত। বাংলাদেশের মানুষও মনে করে বাংলাদেশে জঙ্গীবাদের কোন তৎপরতা নেই। বাংলাদেশ ধর্মীয় সহনশীল একটি রাষ্ট্র, এখানে ধর্মীয় উগ্রবাদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, আমরা মনে করি বর্তমানে ক্ষমতাসীনরা বিনাভোটের সরকার। তারা তাদের শাসন ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, অনতিবিলম্বে জনগণের অবাধ ভোটাধিকার ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দেয়ার দাবিকে অস্বীকার করার জন্য এবং ধর্মীয় উগ্রপন্থাকে ঠেকানোর জন্য এ সরকার ব্যস্ত’-এমন ধারণা দিয়ে পশ্চিমাদের সহানুভূতি নেয়ার একটি অপচেষ্টা লক্ষ্য করা গেছে। আমরা বরাবরই বলেছি- এ ধরণের প্রোপাগান্ডা এক পর্যায়ে দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করবে এবং বারবার হয়েছেও তাই।

রিপন বলেন, ভারত,পাকিস্তান, ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নতুন ইমেজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ছক কষছে এবং নিজেদের সর্বোত্তম পারফর্মেন্স প্রদর্শনে উজ্জীবিত এবং দিনক্ষণ সবকিছু যখন ঠিকঠাক তখন অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিরাপত্তার প্রশ্নে অনিশ্চিত হওয়ায় আমাদেরকে উদ্বিগ্ন করেছে এবং ক্রিকেটপ্রেমী হিসেবে আমরা খুব দুঃখ পেয়েছি।

তিনি বলেন, আমরা আবারও উল্লেখ করতে চাই-বাংলাদেশ নিয়ে অস্ট্রেলীয় পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতরের দেয়া পর্যবেক্ষণ প্রকৃত তথ্য ভিত্তিক নয়- এটা আমাদের বিশ্বাস। আমরা আশা করব, বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণ সৃষ্টি হয়েছে এবং এর সুদুর প্রসারী প্রভাব সম্পর্কে সরকার সচেতন থাকবে এবং এর বিপরীতে ইতিবাচক ধারণা সৃষ্টিতে যথোপযুক্ত পদক্ষেপ নেবেন।

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

দেশে জঙ্গিবাদ নেই, অস্ট্রেলিয়ার শঙ্কা ভিত্তিহীন : বিএনপি

আপডেট সময় : ১০:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫

1346
বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দাবি করে নির্ধারিত সময়ের আগে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট দলকে সফরে পাঠাবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বিএনপি অভিযোগ করেছে, সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ কয়েকজন মন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে বিভিন্ন সময়ে দেশে জঙ্গীবাদ প্রসঙ্গ উত্থাপন করে এবং বিভিন্ন সময়ে জঙ্গী ধরা, তথাকথিত উগ্রবাদী বই-পুস্তক উদ্ধারের যে কাহিনী প্রচারিত হয়েছে-তার ফলশ্রুতিতে বাংলাদেশ সম্পর্কে একটি আস্থাহীনতা ও আশঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সে কারণেই অস্ট্রেলীয় ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসতে অপরাগতা প্রকাশ করেছে।

তিনি বলেন, আজ বাংলাদেশে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু নিরাপত্তাহীনতার কথা বলে অস্ট্রেলীয় ক্রিকেট কর্মকর্তারা জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতর ডিএফএটি বাংলাদেশ সফরের ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করবে। এ ব্যাপারে অস্ট্রেলীয় ক্রিকেটের নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন নিরাপত্তার নিশ্চয়তা চায় তারা।

ড. রিপন বলেন, এ প্রসঙ্গে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী নিরাপত্তা প্রশ্নে যা বলেছেন তার সঙ্গে আমরা একমত। বাংলাদেশের মানুষও মনে করে বাংলাদেশে জঙ্গীবাদের কোন তৎপরতা নেই। বাংলাদেশ ধর্মীয় সহনশীল একটি রাষ্ট্র, এখানে ধর্মীয় উগ্রবাদের কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, আমরা মনে করি বর্তমানে ক্ষমতাসীনরা বিনাভোটের সরকার। তারা তাদের শাসন ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, অনতিবিলম্বে জনগণের অবাধ ভোটাধিকার ফিরিয়ে দেয়ার মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একটি নতুন নির্বাচন দেয়ার দাবিকে অস্বীকার করার জন্য এবং ধর্মীয় উগ্রপন্থাকে ঠেকানোর জন্য এ সরকার ব্যস্ত’-এমন ধারণা দিয়ে পশ্চিমাদের সহানুভূতি নেয়ার একটি অপচেষ্টা লক্ষ্য করা গেছে। আমরা বরাবরই বলেছি- এ ধরণের প্রোপাগান্ডা এক পর্যায়ে দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করবে এবং বারবার হয়েছেও তাই।

রিপন বলেন, ভারত,পাকিস্তান, ইংল্যান্ড,দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নতুন ইমেজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ছক কষছে এবং নিজেদের সর্বোত্তম পারফর্মেন্স প্রদর্শনে উজ্জীবিত এবং দিনক্ষণ সবকিছু যখন ঠিকঠাক তখন অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিরাপত্তার প্রশ্নে অনিশ্চিত হওয়ায় আমাদেরকে উদ্বিগ্ন করেছে এবং ক্রিকেটপ্রেমী হিসেবে আমরা খুব দুঃখ পেয়েছি।

তিনি বলেন, আমরা আবারও উল্লেখ করতে চাই-বাংলাদেশ নিয়ে অস্ট্রেলীয় পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতরের দেয়া পর্যবেক্ষণ প্রকৃত তথ্য ভিত্তিক নয়- এটা আমাদের বিশ্বাস। আমরা আশা করব, বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণ সৃষ্টি হয়েছে এবং এর সুদুর প্রসারী প্রভাব সম্পর্কে সরকার সচেতন থাকবে এবং এর বিপরীতে ইতিবাচক ধারণা সৃষ্টিতে যথোপযুক্ত পদক্ষেপ নেবেন।