ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে’! ইউনূস সরকারকে নিশানা করলেন বিএনপি মহাসচিব

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • 56

বাংলাস্টেটমেন্ট ডেস্কঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমেই টানাপড়েন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র। এই আবহে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের দাবি, দেশে নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। তাঁর দল এই চক্রান্তের সামনে মাথা নত করবে না। যদিও কী চক্রান্ত শুরু হয়েছে, তা নিয়ে বিশদে কিছু বলেননি তিনি। এর মধ্যে মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার আগে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর।

শনিবার ছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ছাত্রদের সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন ফখরুল। সেখানেই তিনি জানান, দেশে নতুন করে ‘ষড়যন্ত্র ও চক্রান্ত’ শুরু হয়েছে। তার পরেই তিনি বলেন, ‘‘এই ষড়যন্ত্র এবং চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না।’’ ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে খালেদার দল। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষনেতা ফখরুল আবার ‘জনগণের সরকার’ তৈরির কথাই মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ‘‘সব জায়গায় বৈষম্য রয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য এবং দুর্নীতি দূর করে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে।’’

এর পরেই তিনি বাংলাদেশের পূর্বতন আওয়ামী লীগ সরকারকে একহাত নিয়েছেন। তাঁর কথায়, ‘‘১৯৭৫ সাল পর্যন্ত দেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তারা তখনও দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকে ছিল এবং তাদের দুঃশাসনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।’’ আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করারও অভিযোগ করেছেন ফখরুল। তাঁর আরও দাবি, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লিগ কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগকে আক্রমণের পাশাপাশি দেশে নতুন করে ‘ষড়যন্ত্র’ শুরু হয়েছে বলে ফখরুল যে মন্তব্য করেছেন, তা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে’! ইউনূস সরকারকে নিশানা করলেন বিএনপি মহাসচিব

আপডেট সময় : ০৪:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

বাংলাস্টেটমেন্ট ডেস্কঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমেই টানাপড়েন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র। এই আবহে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের দাবি, দেশে নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। তাঁর দল এই চক্রান্তের সামনে মাথা নত করবে না। যদিও কী চক্রান্ত শুরু হয়েছে, তা নিয়ে বিশদে কিছু বলেননি তিনি। এর মধ্যে মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার আগে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর।

শনিবার ছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ছাত্রদের সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন ফখরুল। সেখানেই তিনি জানান, দেশে নতুন করে ‘ষড়যন্ত্র ও চক্রান্ত’ শুরু হয়েছে। তার পরেই তিনি বলেন, ‘‘এই ষড়যন্ত্র এবং চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না।’’ ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস সরকার নানা টালবাহানা করে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে খালেদার দল। এই পরিস্থিতিতে বিএনপির শীর্ষনেতা ফখরুল আবার ‘জনগণের সরকার’ তৈরির কথাই মনে করিয়ে দিলেন। তিনি বলেন, ‘‘সব জায়গায় বৈষম্য রয়েছে, দুর্নীতি হয়েছে। বৈষম্য এবং দুর্নীতি দূর করে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে।’’

এর পরেই তিনি বাংলাদেশের পূর্বতন আওয়ামী লীগ সরকারকে একহাত নিয়েছেন। তাঁর কথায়, ‘‘১৯৭৫ সাল পর্যন্ত দেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তারা তখনও দেশে লুটপাট, ষড়যন্ত্র, হত্যা, গুম করে ক্ষমতায় টিকে ছিল এবং তাদের দুঃশাসনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল।’’ আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করারও অভিযোগ করেছেন ফখরুল। তাঁর আরও দাবি, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লিগ কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগকে আক্রমণের পাশাপাশি দেশে নতুন করে ‘ষড়যন্ত্র’ শুরু হয়েছে বলে ফখরুল যে মন্তব্য করেছেন, তা ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।