ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • 295

নতুন সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত
বিনোদন ডেস্ক,


নতুন সিনেমা নিয়ে আসছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তামিল গ্যাং স্টার ছবি ‘কাবালি’-র সাফল্যের পরিচালক রনজিৎ এবং রজনীকান্ত নতুন একটি সিনেমায় এক সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এই খবর জানিয়েছেন প্রযোজক ধনুশ।

ছবিটির নাম উল্লেখ না করে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, নতুন ছবিটির জন্য রজনীকান্তের শুটিং আগামী মে মাসে শুরু হবে।ছবিটির প্রযোজনাপূর্ব কাজ পুরোদমেই চলছে।

প্রতিবেদনে বলা হয়, পরিচালক রনজিৎ দুই-এক সপ্তাহের মধ্যেই ছবিটির কাহিনি চিত্র চূড়ান্ত করে নেবেন। এরই মধ্যে, তাঁর লোকজন একটা ভালো শুটিংস্পট খুঁজতে শুরু করেছেন।


এতে আরও বলা হয়, রজনীকান্ত ছাড়া অন্য অভিনয়শিল্পীদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করা হচ্ছে শঙ্করের ‘২.০’ ছবিতে রজনীকান্তের শুটিংয়ের অংশটুকু মে মাসের আগেই শেষ হবে। তবে তা শেষ না হলে দুটি চলচ্চিত্রে শুটিংয়ের কাজ এক সঙ্গে চালিয়ে যাবেন তিনি।

ট্যাগস :

নতুন সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত

আপডেট সময় : ০৮:৩৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭

নতুন সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত
বিনোদন ডেস্ক,


নতুন সিনেমা নিয়ে আসছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তামিল গ্যাং স্টার ছবি ‘কাবালি’-র সাফল্যের পরিচালক রনজিৎ এবং রজনীকান্ত নতুন একটি সিনেমায় এক সঙ্গে কাজ করতে যাচ্ছেন। এই খবর জানিয়েছেন প্রযোজক ধনুশ।

ছবিটির নাম উল্লেখ না করে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, নতুন ছবিটির জন্য রজনীকান্তের শুটিং আগামী মে মাসে শুরু হবে।ছবিটির প্রযোজনাপূর্ব কাজ পুরোদমেই চলছে।

প্রতিবেদনে বলা হয়, পরিচালক রনজিৎ দুই-এক সপ্তাহের মধ্যেই ছবিটির কাহিনি চিত্র চূড়ান্ত করে নেবেন। এরই মধ্যে, তাঁর লোকজন একটা ভালো শুটিংস্পট খুঁজতে শুরু করেছেন।


এতে আরও বলা হয়, রজনীকান্ত ছাড়া অন্য অভিনয়শিল্পীদের নাম এখনো চূড়ান্ত করা হয়নি। আশা করা হচ্ছে শঙ্করের ‘২.০’ ছবিতে রজনীকান্তের শুটিংয়ের অংশটুকু মে মাসের আগেই শেষ হবে। তবে তা শেষ না হলে দুটি চলচ্চিত্রে শুটিংয়ের কাজ এক সঙ্গে চালিয়ে যাবেন তিনি।