নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ(সা.) এর বিরুদ্ধে কটূক্তি করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। রোববার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে তিনি একথা বলেন।
তিনি বলেন,কওমি শিক্ষার স্বীকৃতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তার সরকারের ভূমিকা তুলে ধরেন।আগামী নির্বাচনে জয়ী হতে সবার কাছে দোয়া চান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অপপ্রচার চালানো হয়।এই অপপ্রচারে কেউ বিশ্বাস করবেন না।এই অপপ্রচার বন্ধের জন্য এরইমধ্যে আমরা সাইবার ক্রাইম আইন করেছি।কেউ মিথ্যা অপপ্রচার চালালে এই আইন দ্বারা তাদের বিচার করা হবে।
তিনি আরও বলেন, আমাদের ধর্ম ইসলাম ধর্ম। আমাদের নবীজীকে নিয়ে কেউ কটূক্তি করলে আইন দ্বারাই তার বিচার করা হবে।ইসলাম যে শান্তির ধর্ম,সেটাই আমরা প্রমাণ করতে চাই।বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের স্থান হবে না, সন্ত্রাসের স্থান হবে না, মাদকের স্থান হবে না, দুর্নীতির স্থান হবে না।বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ, উন্নত দেশ।