ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাচতে নাচতে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন নৃত্যশিল্পী!

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • 525


বিনোদন ডেস্ক – অন্যান্য অনুষ্ঠানের মতোই এদিনও শুরু করেছিলেন নাচ। কিন্তু শেষ করতে পারলেন না তামিলনাড়ুর ৪৮ বছর বয়সী নৃত্যশিল্পী ওমানাকুট্টান। অনুষ্ঠানের মাঝপথেই অসুস্থ হয়ে পড়লেন। এরপর পারাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ঠিক কারণে মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি।

ওমানাকুট্টান গত ২৫ দিন ধরে দেশের ৪০০টি-রও বেশি মঞ্চে ধ্রুপদী নৃত্য ‘ভারতনাট্যম’ পারফর্ম করছিলেন। এদিনও পারাভুরের অনুষ্ঠানে নিজের শিক্ষক শিভান মালয়াঙ্কারার সঙ্গে নাচছিলেন তিনি। কিন্তু নাচতে নাচতে হঠাৎই পড়ে যান ওমানকুট্টান। এসময় দর্শকরা ভাবেন এটাও হয়ত নাচেরই অংশ। এমনকী তাঁর শিক্ষকও বুঝতে পারেননি প্রথমে। কিন্তু যখন দেখা যায় ওমানাকুট্টান উঠছেন না, তখন মালয়াঙ্কারা পর্দা ফেলে দেন এবং ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চান।

গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান দর্শকরাও। কারণ ওমানাকুট্টান সুস্থ ছিলেন এবং অনুষ্ঠান চলাকালীন বিনা অস্বস্তিতে নাচ করছিলেন। কিন্তু তারপরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নাচতে নাচতে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন নৃত্যশিল্পী!

আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭


বিনোদন ডেস্ক – অন্যান্য অনুষ্ঠানের মতোই এদিনও শুরু করেছিলেন নাচ। কিন্তু শেষ করতে পারলেন না তামিলনাড়ুর ৪৮ বছর বয়সী নৃত্যশিল্পী ওমানাকুট্টান। অনুষ্ঠানের মাঝপথেই অসুস্থ হয়ে পড়লেন। এরপর পারাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ঠিক কারণে মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি।

ওমানাকুট্টান গত ২৫ দিন ধরে দেশের ৪০০টি-রও বেশি মঞ্চে ধ্রুপদী নৃত্য ‘ভারতনাট্যম’ পারফর্ম করছিলেন। এদিনও পারাভুরের অনুষ্ঠানে নিজের শিক্ষক শিভান মালয়াঙ্কারার সঙ্গে নাচছিলেন তিনি। কিন্তু নাচতে নাচতে হঠাৎই পড়ে যান ওমানকুট্টান। এসময় দর্শকরা ভাবেন এটাও হয়ত নাচেরই অংশ। এমনকী তাঁর শিক্ষকও বুঝতে পারেননি প্রথমে। কিন্তু যখন দেখা যায় ওমানাকুট্টান উঠছেন না, তখন মালয়াঙ্কারা পর্দা ফেলে দেন এবং ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চান।

গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান দর্শকরাও। কারণ ওমানাকুট্টান সুস্থ ছিলেন এবং অনুষ্ঠান চলাকালীন বিনা অস্বস্তিতে নাচ করছিলেন। কিন্তু তারপরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।