বিনোদন ডেস্ক:: ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক নিরব অভিনীত বলিউডের ‘শয়তান’ ছবির একটি গান প্রকাশ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে প্রকাশ করেছে ইন্ডিয়ার শীর্ষস্থানীয় জি মিউজিক কোম্পানি। গানের শিরোনাম ‘ইশক সারফিরা’।
গানটিতে নিরবের সঙ্গে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। নিরব-কবিতা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মিরা খান, আসিফ বাখরা, আমিতা, তাসমিয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা ফয়সাল সাইফ।
গেল সেপ্টেম্বর মাসে নিরব অভিনীত ‘শয়তান’ ছবির শুটিং শুরু হয় ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, গোয়া, কেরালার বিভিন্ন লোকেশনে। টানা শুটিংয়ের মাধ্যমে নির্মাণ কাজ শেষ হয় ডিসেম্বরে। তারপর ছবিটির অফিসিয়াল ট্রেলার ও অডিও অ্যালবামের মোড়ক প্রকাশ হয় গেল জানুয়ারিতে।